ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে বিচারক সঙ্কটে মামলা জট

প্রকাশিত: ০৩:৫৮, ৮ মে ২০১৬

কক্সবাজারে বিচারক সঙ্কটে মামলা জট

এইচএম এরশাদ, কক্সবাজার ॥ জেলায় আদালতে বিচারাধীন মামলার সংখ্যার তুলনায় বিচারকের সংখ্যা অপ্রতুল। জায়গা-জমি, ইয়াবা ও পারিবারিক বিরোধ নিয়ে আদালতে মামলার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত। মিয়ানমার সীমান্তবর্তী এলাকা হওয়ায় ইয়াবাসহ নানা ধরনের মাদক, অস্ত্র, মানবপাচার, রোহিঙ্গা-আরএসও জঙ্গীদের দ্বারা সংগঠিত বিভিন্ন অপরাধ ও চোরাচালান প্রভৃতি অপরাধে মামলা রয়েছে আদালতে। ৬৬ হাজারের অধিক মামলার ভারে জর্জরিত কক্সবাজারে বিভিন্ন আদালতে বিচারক সঙ্কটের কারণে মামলা নিষ্পত্তির হার খুবই কম। কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের মোট মঞ্জুরিকৃত পদ হচ্ছে ১১টি। জেলা সদর, মহেশখালী, কুতুবদিয়া ও চকরিয়ায় স্থাপিত আদালতে ১১ জন বিচারকের স্থলে আছেন মাত্র ৬ জন। প্রায় তিন মাস ধরে নেই জেলা ও দায়রা জজ। এছাড়াও ১ জন যুগ্ম-জেলা ও দায়রা জজ এবং ৩ জন সহকারী জজও নেই। ফলে কক্সবাজারে ৬৬ হাজার মামলার জট কিছুতেই কমানো যাচ্ছে না বলে জানিয়েছেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের কেন্দ্রীয় নেতা এ্যাডভোকেট আজম মঈন উদ্দীন। সূত্রে জানা যায়, কক্সবাজারের সাবেক জেলা ও দায়রা জজ মোঃ সাদিকুল ইসলাম তালুকদার চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি আইন মন্ত্রণালয়ে বদলি হওয়ার পর থেকে কক্সবাজারে নতুন জেলা ও দায়রা জজ পদায়ন করা হয়নি। বর্তমানে জেলা ও দায়রা জজ ছাড়াও ১ জন যুগ্ম-জেলা জজ এবং ৩ জন সহাকারী জেলা জজের পদ শূন্য রয়েছে। কক্সবাজারে বিভিন্ন আদালতে ৬৬ হাজার মামলার মধ্যে সিভিল মামলা ১৯ হাজার ৬৪২টি, ফৌজদারি মামলা ১৩ হাজার, ম্যাজিস্ট্রেসি মামলা আছে ২৬ হাজার ৮৩৩ এবং নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলার সংখ্যা ৬ হাজার ৩৪৫টি। কক্সবাজারে ৫টি আদালতে প্রায় তিন মাস ধরে বিচারক শূন্য রয়েছে। বিচারক শূন্য আদালতগুলোতে মামলার সংখ্যা হচ্ছে ১২ হাজার ৭৩৪টি। এ অবস্থায় এখানে আদালতের সংখ্যা দ্বিগুণ করা হলেও মামলা নিষ্পত্তিতে দীর্ঘ সময় লেগে যেতে পারে বলে মতপ্রকাশ করেছেন ওসব মামলায় নিযুক্ত আইনজীবীরা।
×