ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাবি অধ্যাপক রেজাউল হত্যা বিচার দাবিতে আন্দোলন অব্যাহত

প্রকাশিত: ০৩:৫৭, ৮ মে ২০১৬

রাবি অধ্যাপক রেজাউল হত্যা বিচার দাবিতে  আন্দোলন  অব্যাহত

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের অধ্যাপক এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যার বিচার দাবিতে বন্ধ ক্যাম্পাসেও আন্দোলন অব্যাহত রয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে সকাল ১০টা থেকে মানববন্ধন করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। মানববন্ধনে অংশ নেন ইংরেজী বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরাও। আজ রবিবারও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। মানববন্ধনে রাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক শহীদুল্লাহ বলেন, ‘আমরা কোন কাজে মনোনিবেশ করতে পারছি না। না পারছি ক্লাস নিতে, না পারছি পরীক্ষা নিতে, না পারছি পরীক্ষার খাতা মূল্যায়ন করতে। আমরা শঙ্কার মধ্যে আছি। তাই যতদিন অধ্যাপক রেজাউল হত্যার বিচার না হবে ততদিন আন্দোলন চলবে।’ তিনি দ্রুত বিচার ট্রাইব্যুনালের আওতায় এনে এ হত্যাকা-ের বিচার দাবি করেন। এদিকে, মানববন্ধন শেষে ইংরেজী বিভাগের পক্ষ থেকে ক্যাম্পাসে মৌন মিছিল বের করা হয়।
×