ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

এনজিওর বিরুদ্ধে কৃষকের টাকা আত্মসাতের অভিযোগ

প্রকাশিত: ০৩:৫৬, ৮ মে ২০১৬

এনজিওর বিরুদ্ধে কৃষকের টাকা আত্মসাতের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৭ মে ॥ সবুজ বাংলা মাল্টিপারপাস কোঃ অপারেটিভ সোসাইটি নামে এক এনজিওর বিরুদ্ধে স্থানীয় নিরীহ কৃষকদের কয়েক কোটি টাকা আত্মসাত করেছে সদস্যরা তাদের গচ্ছিত টাকা চাইতে গেলে এনজিওর প্রভাবশালী চেয়ারম্যান হুমকি-ধমকি দিয়ে আসছে। টাকা হারানোর ভয়ে কেউ প্রতিবাদ করার সাহসটুকুও পাচ্ছে না। এতে করে দিশেহারা হয়ে পড়েছে ভুক্তভোগী সদস্যরা। বাগবেড় এলাকার সুমি ভিলায় অবস্থিত এ এনজিওর ফাঁদে পড়েছে কৃষকরা। জানা গেছে, বাগবেড় এলাকার ম. রুহুল আমিন আট বছর আগে বাগবেড় সুমি ভিলায় সবুজ বাংলা মাল্টিপারপাস কোঃ অপারেটিভ সোসাইটি নামে এক এনজিও খুলে বসেন। বাগবেড়সহ আশপাশের এলাকায় বিভিন্ন আবাসন প্রকল্প গড়ে উঠেছে। তাই ওই সব এলাকায় জমির দামও অনেক বেশি। এনজিওর চেয়ারম্যান রুহুল আমিন স্থানীয় কৃষকদের বুঝিয়েছেন এটি একটি ব্যাংক। এ ব্যাংকে টাকা রাখলে মাসিক লাভ দেয়া হবে। এক লাখে প্রতি মাসে লাভ দেয়া হবে দুই হাজার টাকা করে। পরে কৃষকরা জমি বিক্রির লাখ লাখ টাকা ওই এনজিওতে রাখতে শুরু করেন। এমন করে এনজিওর কৃষক সদস্য সংখ্যা দাঁড়িয়েছে শতাধিক। দুই বছর এনজিওটি বন্ধ করে দেয় রুহুল আমিন। সদস্যরা তাদের গচ্ছিত টাকা চাইতে গেলে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছে। এনজিও ম্যানেজার ফিরোজ মাহমুদ, ফিল্ড অফিসার মুক্তা বেগম, শাহনাজসহ সব কর্মকর্তা বর্তমানে পলাতক রয়েছে। অভিযুক্ত রুহুল আমিন তার বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন।
×