ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফাইনাল মহারণে লিভারপুল-সেভিয়া

প্রকাশিত: ০৫:৫৯, ৭ মে ২০১৬

ফাইনাল মহারণে  লিভারপুল-সেভিয়া

স্পোর্টস রিপোর্টার ॥ ইউরোপা লীগ মানেই যেন সেভিয়ার একতরফা শ্রেষ্ঠত্ব! টানা তিন মৌসুম এ সত্যটিই প্রতিষ্ঠিত করতে চলেছে স্প্যানিশ ক্লাবটি। আগের দুই বছর চ্যাম্পিয়ন হওয়া সেবিস্টাসরা এবারও ফাইনাল মঞ্চে উঠে গেছে। অর্থাৎ টানা তৃতীয়বার ফাইনালে খেলবে সেভিয়া। বৃহস্পতিবার রাতে উয়েফা ইউরোপা লীগে সেমিফাইনালের ফিরতি লেগের ম্যাচে সেভিয়া ৩-১ গোলে হারায় ইউক্রেনের ক্লাব শাখতার ডোনেস্ককে। শেষ চারের প্রথম লেগের ম্যাচটি ড্র হয়েছিল ২-২ গোলে। ফলে দুই লেগ মিলিয়ে ৫-৩ গোলের জয় নিয়ে চূড়ান্ত মঞ্চে ঠাঁই হয়েছে গামেইরো, মারিয়ানোদের। এবার তাই ফাইনালে হ্যাটট্রিক শিরোপা জয়ের সুবর্ণ সুযোগ সেভিয়ার সামনে। এ লক্ষ্যে আগামী ১৮ মে ফাইনালে ইংলিশ ক্লাব লিভারপুলের মুখোমুখি হবে সেভিয়া। সুইজারলান্ডের বাসেলের সেন্ট জ্যাকব পার্কে ইউরোপীয় ক্লাব ফুটবলের দ্বিতীয় সেরা আসরের ফাইনাল মহারণ অনুষ্ঠিত হবে। চ্যাম্পিয়ন্স লীগের মতো ইউরোপা লীগের ফাইনালও অল-স্প্যানিশ হওয়ার সুবর্ণ সুযোগ ছিল। কিন্তু সেমির প্রথম লেগে স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়াল ১-০ গোলে জিতলেও পরশু এ্যানফিল্ডে আর পেরে ওঠেনি। এবার ফিরতি লেগে স্বাগতিক লিভারপুল ৩-০ গোলে হারিয়েছে ভিয়ারিয়ালকে। ফলে দুই লেগ মিলিয়ে ৩-১ গোলের জয় নিয়ে ২০০৭ সালের পর কোন ইউরোপীয় আসরের ফাইনালে উঠে গেছে জার্গেন ক্লপের দল। ইউরোপিয়ান ফুটবলে এখন চলছে স্প্যানিশ ক্লাবগুলোর রাজত্ব। চ্যাম্পিয়ন্স লীগের সর্বশেষ দুটি আসরের শিরোপা উঠেছে রিয়াল মাদ্রিদ ও বার্সিলোনার ঘরে। এবারের ফাইনালেও শিরোপা জয়ের অন্তিম লড়াইয়ে দেখা যাবে রিয়াল ও এ্যাটলেটিকো মাদ্রিদকে। ইউরোপ শ্রেষ্ঠত্বের আরেক লড়াই ইউরোপা লীগেও দারুণ দাপট দেখাচ্ছে সেভিয়া। টানা তৃতীয়বারের মতো ফাইনালে জায়গা করে নিয়েছে এই স্প্যানিশ ক্লাব। শিরোপা জয়ের অন্তিম লড়াইয়ে লিভারপুলকে হারাতে পারলেই টানা তিনটি শিরোপা জয়ের অনন্য রেকর্ড গড়তে পারবে সেভিয়া। ২০১৩-১৪ মৌসুমের পর চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে আরও একবার জায়গা করে নিয়েছে স্পেনের দুই ক্লাব রিয়াল ও এ্যাটলেটিকো। ইউরোপ শ্রেষ্ঠত্বের আরেক লড়াই ইউরোপা লীগের ফাইনালেও দেখা যেতে পারত দুই স্প্যানিশ ক্লাব সেভিয়া ও ভিয়ারিয়ালকে। লিভারপুলের বিরুদ্ধে প্রথম লেগের ম্যাচে ১-০ গোলে জিতে এক ধাপ এগিয়েও গিয়েছিল ভিলারিয়াল। তবে দ্বিতীয় লেগের ম্যাচে ৩-০ গোলে জিতে ফাইনালে জায়গা করে নিয়েছে লিভারপুল। কিন্তু ইউরোপা লীগে অব্যাহত আছে সেভিয়ার জয়যাত্রা। ইউক্রেনের ক্লাব শাখতারকে উড়িয়ে দিয়ে রেকর্ডের সামনে তারা। প্রথম লেগে হেরে আসায় এ্যানফিল্ডে শুরু থেকেই দাপুটে ফুটবল খেলতে থাকে লিভারপুল। ম্যাচের সপ্তম মিনিটেই উৎসবের উপলক্ষ পেয়ে যায় ক্লপের দল। ব্রাজিলিয়ান মিডফিল্ডার রবার্টো ফিরমিনোর ক্রস ক্লিয়ার করতে গিয়ে নিজেই জালে জড়িয়ে দেন ভিয়ারিয়াল ডিফেন্ডার ব্রুনো সরিয়ানো। এরপর দ্বিতীয় গোলের জন্য লিভারপুল জোর চেষ্টা চালিয়ে যেতে থাকে। সেটি তারা পায় বিরতির পর ৬৩ মিনিটে। এবারও গোলটিতে অবদান রাখেন ফিরমিনো। তিনি ভলি করতে গিয়েছিলেন, কিন্তু সেটা থেকে বল পেয়ে সুযোগটা নষ্ট করেননি ড্যানিয়েল স্টারিজ। এরপর ভিয়ারিয়ালের রুইজ লাল কার্ড দেখে মাঠ ছাড়লে আরও কোণঠাসা হয়ে পড়ে স্প্যানিশ ক্লাবটি। ম্যাচ শেষের ৯ মিনিট আগে ভিয়ারিয়ালের কফিনে শেষ পেরেক ঠুকে দেন লিভারপুল মিডফিল্ডার এ্যাডাম লালানা। এর ফলে ২০০৭ সালের পর এই প্রথম কোন ইউরোপিয়ান প্রতিযোগিতায় ফাইনালে উঠল লিভারপুল। এই আসরে দ্য রেডসরা সবশেষ শিরোপা জিতেছে সেই ২০০১ সালে। এই হিসেবে ১৫ বছর পর এবার শিরোপার সুযোগ লিভারপুলের সামনে। শিরোপা জিততে পারলে পরের মৌসুমে চ্যাম্পিয়ন্স লীগে খেলারও সুযোগ পাবে দল। এটি নিশ্চিত করেই বড় অনুপ্রেরণা ক্লপের শিষ্যদের। অন্য সেমিফাইনালে আগের লেগে শাখতারের মাঠে ড্র করে এসেছিল সেভিয়া। ফিরতি লেগে নিজেদের মাঠে ৩-১ গোলের জয়ে জোড়া গোল করেন স্ট্রাইকার কেভিন গামেইরো। ‘ইউরোপা স্পেশালিস্টরা’ নিশ্চিত করেই হ্যাটট্রিক শিরোপা জিততে মুখিয়ে আছে।
×