ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাতীয় বিশ্ববিদ্যালয় অসচ্ছলদের উচ্চ শিক্ষার ভরসাস্থল ॥ ড. হারুন

প্রকাশিত: ০৪:০০, ৭ মে ২০১৬

জাতীয় বিশ্ববিদ্যালয়  অসচ্ছলদের উচ্চ  শিক্ষার ভরসাস্থল ॥ ড. হারুন

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ৬ মে ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেছেন, জাতীয় বিশ্ববিদ্যালয় হচ্ছে এ দেশের লক্ষ লক্ষ অসচ্ছল পরিবারের সন্তানদের উচ্চশিক্ষার একমাত্র আশা-ভরসাস্থল। দেশের উচ্চশিক্ষা ক্ষেত্রের শতকরা ৭০ ভাগ শিক্ষার্থী এখানে পড়াশোনা করে। জাতীয় বিশ্ববিদ্যালয় না থাকলে এদের সিংহভাগই উচ্চ শিক্ষার সুযোগ লাভ করতে পারত না। তবে উচ্চ শিক্ষার বিস্তৃতি ঘটালেই যথেষ্ট নয়। এ সব লক্ষ লক্ষ তরুণ শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা জরুরী। তিনি শুক্রবার বিকেলে বরিশালের সরকারী বিএম কলেজ অডিটোরিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বরিশাল বিভাগের সকল কলেজ অধ্যক্ষের সঙ্গে ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালন ব্যবস্থা ও শিক্ষার মানোন্নয়ন’ বিষয়ে এক মতবিনিময় সভায় সভাপতির ভাষণে এসব কথা বলেন। সভায় বিভিন্ন কলেজের ১৭০ জন অধ্যক্ষ অংশগ্রহণ করেন। এদের মধ্যে প্রফেসর অধ্যক্ষ মহসীন উল ইসলাম আবুল, অধ্যক্ষ এসএম ইমানুল হাকিম, ড. অলক কুমার সাহা, অধ্যক্ষ আমিনুল ইসলাম, অধ্যক্ষ মাহবুবুল হক, অধ্যক্ষ পারভীন আক্তার, অধ্যক্ষ জাফর আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।
×