ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আইপিএল

দিল্লীকে হারিয়ে পুনের তৃতীয় জয়

প্রকাশিত: ০৯:১৫, ৬ মে ২০১৬

দিল্লীকে হারিয়ে পুনের তৃতীয় জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) সহজ জয় পেয়েছে রাইজিং পুনে সুপারজায়ান্টাস। বৃহস্পতিবার রাতে দিল্লীর ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পুনে ৭ উইকেটের বড় ব্যবধানে হারায় স্বাগতিক দিল্লী ডেয়ারডেভিলসকে। প্রথমে ব্যাট করা দিল্লীর ৭ উইকেটে ১৬২ রানের জবাবে ১৯.১ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত (১৬৬ রান) অতিথি পুনে। নবম ম্যাচে পুনের এটি তৃতীয় জয়। আর অস্টম ম্যাচে দিল্লীর তৃতীয় হার। ৬ পয়েন্ট নিয়ে আগের ষষ্ঠ স্থানেই পুনে। ১০ পয়েন্ট নিয়ে তিন নম্বরে দিল্লী। টস জিতে পুনের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান দিল্লীকে। ব্যাট করতে নেমে শুরুটা তেমন ভাল হয়নি স্বাগতিকদের। দলীয় ১৩ রানে মাত্র ২ রান করে সাজঘরে ফেরেন ওপেনার রিসাব পান্ট। এরপর দ্বিতীয় উইকেটে সানজু স্যামসন ও করুন নায়ার ইনিংস মেরামতে মনোযোগী হন। দলীয় ৪৮ রান স্যামসন ২০ রান করে আউট হন। এরপর মিডল অর্ডার ব্যাটসম্যানরা সবাই মাঝারি মানের ইনিংস খেলেও কোনটিই ছিল না ঝড়োগতির। যে কারণে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে দিল্লীর ইনিংস থেমে যায় ১৬২ রানে। দলের হয়ে অধিনায়ক জেপি ডুমিনি ৩৪, নায়ার ৩২, কার্লোস ব্রেথওয়েট ২০, পাওয়ান নেগি অপরাজিত ১৯ রান করেন। পুনের স্কট বোল্যান্ড ৩১ রানে ২ ও রজত ভাটিয়া ২২ রানে ২ উইকেট লাভ করেন। ১৬৩ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার আজিঙ্কা রাহানে ও উসমান খাজা উদ্বোধনী জুটিতে ৫৯ রান করে পুনের জয়ের ভিত গড়ে দেন। আইপিএল অভিষেকে অস্ট্রেলিয়ান খাজ খেলেন ৩০ রানের দারুণ ইনিংস। শেষ পর্যন্ত রাহানের হার না মানা ৬৩ ও থিসারা পেরেরার ঝড়ো গতির ১৪ রানে ভর করে ৫ বল হাতে রেখে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে (১৬৬ রান) যায় পুনে। পুনের হয়ে অধিনায়ক ধোনি ২৭ ও সৌরভ তিওয়ারি করেন ২১ রান। ৬৩ রানের দারুণ ইনিংস খেলে ম্যাচসেরা হন পুনের রাহানে। দিল্লীর ইমরান তাহির ২৬ রানে ২ উইকেট লাভ করেন।
×