ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গাজীপুরে যুবকের লাশ উদ্ধার ॥ বাবা ও ভাই পলাতক

প্রকাশিত: ০৯:১৪, ৬ মে ২০১৬

গাজীপুরে যুবকের লাশ উদ্ধার ॥ বাবা ও ভাই পলাতক

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ৫ মে ॥ গাজীপুর শহরের হাড়িনাল এলাকা থেকে বৃহস্পতিবার রাতে মাদকাসক্ত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে নিহতের বাবা ও ভাই পলাতক রয়েছে। নিহতের স্ত্রীর দাবি সম্পত্তির লোভে চেয়ারের সঙ্গে হাত-পা বেঁধে পিটিয়ে অপর তিন ভাই তাকে হত্যা করেছে। নিহতের নাম আবদুস সালাম (৩২)। তিনি গাজীপুর শহরের হাড়িনাল এলাকার মৌলভী আবদুল লতিফের ছেলে। জয়দেবপুর থানার এসআই এনামুল হক ও স্থানীয়রা জানায়, অতিরিক্ত নেশাগ্রস্ত হয়ে বুধবার দুপুরে পরিবারের সদস্যদের ওপর চড়াও হয় সালাম। এক পর্যায়ে ভাংচুর শুরু করলে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে পাঠানোর জন্যে হাত-পা বেঁধে ঘরে আটকে রাখে তার ভাই আবদুল হালিম ও বাবা আবদুল লতিফ। বৃহস্পতিবার দুপুরের দিকে সে অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসক বাসায় এসে তাকে মৃত ঘোষণা করেন। এ সময় বাড়ি থেকে তার বাবা ও ভাই পালিয়ে যায়। খবর পেয়ে বৃহস্পতিবার রাত ৮টার দিকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। তার দুই হাত ও পায়ে রশি দিয়ে বেঁধে রাখার দাগ রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের মা আনিসা খাতুন জানান, সালাম শহরের মাইক্রোস্ট্যান্ডে গাড়ি ধোয়ামোছার কাজ করত। তার ৫ বছর ও ৪ মাসের দুইটি মেয়ে রয়েছে। সে প্রতিদিন কমপক্ষে ৯টি ইয়াবা ট্যাবলেট সেবন করত। নেশার টাকা যোগাড় করতে সে ঘরের সব জিনিসপত্র বিক্রি করে দিয়েছে। টাকার জন্যে সে তার মা-বাবা, ভাই ও স্ত্রীকে মারধর করত।
×