ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জিসিসি মেয়র মান্নান কারাগার থেকে হাসাপাতালে

প্রকাশিত: ০৩:২১, ৬ মে ২০১৬

জিসিসি মেয়র মান্নান  কারাগার থেকে  হাসাপাতালে

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ৫ মে ॥ গাজীপুর সিটি কর্পোরেশনের (জিসিসি) মেয়র (সাময়িক বরখাস্ত) অধ্যাপক এমএ মান্নানকে বৃহস্পতিবার চিকিৎসার জন্য কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ থেকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সুপার সুব্রত কুমার বালা জানান, নাশকতার দুই মামলায় আদালতে তিন দিনের পুলিশ রিমান্ড মঞ্জুরের পরদিন বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে অধ্যাপক এমএ মান্নানকে চিকিৎসার জন্য গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ থেকে পুলিশ প্রহরায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে। কাশিমপুর কারা হাসপাতালের চিকিৎসক মিজানুর রহমান বলেন, এমএ মান্নান ডায়াবেটিস, হাইপোথাইরয়েডিজম, কিডনি ও হৃদরোগ ছাড়াও শারীরিক দুর্বলতায় ভুগছেন। রাজশাহীতে রেশম শিল্প রক্ষার আহ্বান স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীতে অনুষ্ঠিত কর্মশালায় ঐতিহ্যবাহী সিল্ক রক্ষায় সরকারী ও বেসরকারী উদ্যোগকে সমন্বিতভাবে কাজে লাগানোর আহ্বান জানানো হয়েছে। বৃহস্পতিবার নগরীর একটি কনফারেন্স রুমে ‘টেকসই রেশম চাষ : বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড অয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী সদর আসনের এমপি ফজলে হোসেন বাদশা। বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক আনিস-উল-হক ভূঁইয়ার সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন, বিভাগীয় কমিশনার আব্দুল হান্নান ও রাজশাহীর জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিন প্রমুখ। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন রেশম উন্নয়ন বোর্ডের সদস্য (সম্প্রসারণ ও প্রেষণা) নাজীবুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন রেশম বোর্ডের সদস্য (উৎপাদন ও বাজারজাতকরণ) সেরাজুল ইসলাম। পদ্মার দক্ষিণে বঙ্গবন্ধু বিমানবন্দর নির্মাণ কাজ শুরুর দাবি পদ্মার দক্ষিণ প্রান্তে চর জানাযাতে অথবা বাঘিয়ার বিলে বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক বিমানবন্দরের কাজ দ্রুত শুরু করার দাবি জানিয়েছে পদ্মার দক্ষিণ প্রান্তে বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক বিমানবন্দর বাস্তবায়ন কমিটি। বুধবার বিকেলে কমিটির নেতৃবৃন্দ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এমপির সঙ্গে সাক্ষাতকালে এ দাবি জানান। মন্ত্রী নেতৃবৃন্দের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। তিনি বলেন, বিমানবন্দর নির্মাণের জন্য ফিজিবিলিটি স্টাডির কাজ চলছে। রিপোর্ট পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। তিনি এ বিষয়ে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন। -বিজ্ঞপ্তি দুটি মেডিক্যাল ভার্সিটি স্থাপনে বিল পাস হওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন সংসদে চিকিৎসা ক্ষেত্রে উচ্চশিক্ষা, গবেষণা ও সেবার মান এবং সুযোগ-সুবিধা সম্প্রসারণে চট্টগ্রাম ও রাজশাহীতে মেডিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপনের লক্ষ্যে পৃথক দুটি বিল পাস হওয়ায় বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ। বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, এতে আগামী দিনে চিকিৎসা ক্ষেত্রে উচ্চশিক্ষা, গবেষণা আরও সম্প্রসারিত হবে এবং রোগীদের সেবার মানও বৃদ্ধি পাবে।Ñবিজ্ঞপ্তি। নড়াইলে অগ্নিকা-ে পাঁচ বসতঘর ভস্মীভূত নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ৫ মে ॥ নড়াইল সদরের নাকসী গ্রামে আগুনে পাঁচটি বসতঘর পুড়ে গেছে। এদিকে লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা বাজারে অগ্নিকা-ে একটি মিষ্টির দোকান ও চালের দোকান পুড়ে গেছে। বুধবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অগ্নিদগ্ধ নাকসী গ্রামের মিনা বেগমকে (৪০) নড়াইল সদর হাসপাতালে ভর্তি হয়েছে। পৃথক অগ্নিকা-ে প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। আগুনে লোকমান ফকির, রিয়াজুল ফকির, খায়রুল ফকির, আল আমিন ফকির ও রনি ফকিরের বসতঘর পুড়ে গেছে। এছাড়া ছাগল, হাঁস-মুরগিসহ অন্যান্য মালামাল পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন। ঘর ভস্মীভূত স্টাফ রিপোর্টার, বরিশাল থেকে জানান, অগ্নিকান্ডে গৌরনদী পৌর এলাকার দক্ষিণ বিজয়পুর মহার একটি বসত ঘর বৃহস্পতিবার দুপুরে ভস্মিভূত হয়েছে। জানা গেছে, ওই মহল্লার জনৈক ফিরোজ সিকদারের ঘরে দুপুর সাড়ে বারোটার দিকে বৈদ্যুতিক শট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পরে। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন।
×