ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দলীয় প্রতীকে ইউপি নির্বাচনের কারণে সংঘাত গ্রাম পর্যায়ে চলে গেছে: এরশাদ

প্রকাশিত: ২৩:৪৭, ৫ মে ২০১৬

দলীয় প্রতীকে ইউপি নির্বাচনের কারণে সংঘাত গ্রাম পর্যায়ে চলে গেছে: এরশাদ

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দলীয় প্রতীকে ইউপি নির্বাচন অনুষ্ঠানের কারণে সংঘাত গ্রাম পর্যায়ে চলে গেছে। স্থানীয় সরকার ব্যবস্থার এই নির্বাচনে অতীতে এতো বিপুল সংখ্যক প্রাণহানীর ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার বনানীস্থ কার্যালয়ের মিলনায়তনে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ বলেন, নির্বাচনকে কেন্দ্র করে দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট অবনতি ঘটেছে। তাই বলে এই পরিস্থিতি সামাল দিতে কোনো বিদেশী সাহায্যের প্রয়োজন নেই। তিনি আরো বলেন, আমরা হরতাল ও আগুন দেয়ার রাজনীতিতে বিশ্বাস করিনা। আমরা ভালোবাসা দিয়ে জনগণের মন জয় করতে চাই। অতীতেও জাতীয় পার্টি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকাকালীন ভালোবাসা ও উন্নয়ন দিয়ে জনগনকে উন্নত সেবা দেওয়ার চেষ্টা করেছে। ভবিষ্যতে জাতীয় পার্টি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে প্রাদেশিক সরকার ব্যবস্থা ও পূর্ণাঙ্গ উপজেলা পদ্ধতি বাস্তবায়ন করবে এমন প্রতিশ্রুতি দিয়ে সাবেক এই সেনাপ্রধান বলেন, আমরা যা বলি তা রক্ষার চেষ্টা করি। আগামীতেও করবো। আমাদের লক্ষ দেশের মানুষের শান্তিু ও নিরাপত্তা নিশ্চিত করা। জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আগামী ১৪ মে দলের ৮ম জাতীয় সম্মেলন সর্বাত্মকভাবে সফল করার আহ্বান জানিয়ে এগিয়ে যাওয়ার ও নতুন বাংলাদেশ গড়ে তোলার দৃঢ় অঙ্গিকার ব্যক্ত করেন। সভায় জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ এমপি বলেন, জাতীয় পার্টির নেতাকর্মীরা কিছু পাওয়ার লোভে রাজনীতি করেনা। ভালো রাজনীতি পাওয়ার জন্য করে। তিনি ত্যাগী নেতাদের সম্মানিত করার আহ্বান জানান। তিনি আরো বলেন, অতীতে পার্টির অনেক বিভ্রান্তির মধ্যে গেছে। এখন থেকে আর কোনো দ্বিধা-দ্বন্দ্ব নাই। তিনিও ১৪ মে জাতীয় সম্মেলনকে সফল করার আহ্বান জানান। জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি.এম. কাদের বলেন, জাতীয় সম্মেলনে প্রমাণ করবো জাতীয় পার্টিই বাংলাদেশের ভবিষ্যত। মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি বলেন, জাতীয় সম্মেলনে জাতীয় পার্টির জন্য এক সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যতের সূর্য উদয় হবে। তিনি সকলকে সম্মেলন সফল করার জন্য সর্বাত্মকভাবে কাজ করার আহ্বান জানান। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- প্রেসিডিয়াম সদস্য আবুল কাশেম, হাফিজ উদ্দিন আহমেদ, গোলাম হাবিব দুলাল, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, গোলাম কিবরিয়া টিপু, আলহাজ্ব সাহিদুর রহমান ট্যাপা, অধ্যাপিকা মাসুদা এম. রশীদ চৌধুরী, ফখরুল ইমাম, নূর-ই- হাসনা লিলি চৌধূরী, এস.এম. আব্দুল মান্নান, মাসুদ পারভেজ সোহেল রানা, সুনীল শুভ রায়, এস.এম. ফয়সল চিশতী, মীর আব্দুস সবুর আসুদ, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন,এ্যাড, মহাসিন রশীদ, তাজুল ইসলাম চৌধুরী, সোলায়মান আলম শেঠ, আ.ন.ম. শাহজাহান, রিন্টু আনোয়ার, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী প্রমুখ।
×