ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে সরকারি খাদ্য গুদামে গম ক্রয়ের উদ্বোধন

প্রকাশিত: ২২:৫৬, ৫ মে ২০১৬

ঠাকুরগাঁওয়ে সরকারি খাদ্য গুদামে  গম ক্রয়ের উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ ঠাকুরগাঁও সদর সরকারি খাদ্য গুদামে আনুষ্ঠানিক ভাবে অভ্যন্তরীন গম ক্রয়ের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। সকালে সরকারি খাদ্য গুদাম চত্বরে সরাসরি কৃষকের কাছ থেকে ২৮ টাকা কেজি দরে অভ্যন্তরীন গম ক্রয়ের উদ্বোধন করেন পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। এ উপলক্ষে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা খাদ্য নিয়ন্ত্রক চৌধুরী মোসাব্বের হোসেন খানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আরশেদ আলী, সদর উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ইসলাম, জেলা কৃষকলীগের সভাপতি সরকার আলাউদ্দিন, সদর এলএসডি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা প্রমুখ। জেলায় এবার ২৮ টাকা কেজি দওে মোট ৩৫ হাজার ২শ’ ১০ মেট্রিক টন গম ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
×