ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ক্রিকেট উৎসব চলে মুস্তাফিজের বাড়িতে

প্রকাশিত: ১৯:৩৪, ৫ মে ২০১৬

ক্রিকেট উৎসব চলে মুস্তাফিজের বাড়িতে

অনলাইন ডেস্ক॥ ছেলে বাড়ি নেই দীর্ঘদিন। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর কদিন দেখা মিলেছিল। তারপর প্রথমবার আইপিএলে খেলতে হায়দ্রাবাদ উড়ে গেছে। তাও কিছুদিন হলো। এর মধ্যে আইপিএলে হই চই ফেলে দিয়েছে ছেলেটা। ক্রিকেট বিশ্বই তোলপাড় তাকে নিয়ে। মুস্তাফিজুর রহমানের পরিবারের গর্ব তো লাগেই। মুস্তাফিজের ভাই একটা প্রজেক্টর বসিয়েছেন বাড়ির পাশে। লোকে সেখানে মুস্তাফিজের খেলা দেখতে আসে। সাতক্ষীরার তেতুলিয়া তো মুস্তাফিজের কারণে ক্রিকেট আলোচনায় বেশ বড় একটা জায়গা করে নিয়েছে। এই সময়ের সেনসেশনা ২০ বছরের বাঁ হাতি ফাস্ট বোলার মুস্তাফিজ। বার্তা সংস্থা এএফপি তার বাড়ি ঘুরে এসে বিশেষ রিপোর্ট করেছে। তারা ফোনে কথা বলেছে মুস্তাফিজের সাথেও। একটা সময় ছিল যখন ভাইয়ের মোটর বাইকের পেছনে চেপে মুস্তাফিজ ৪০ কিলোমিটার দুরে রোজ যেতেন নেটে অনুশীলন করতে। "আমার ভাই আমাকে প্রত্যেক দিন সাতক্ষীরায় নিয়ে যেতো। তারপর আবার আমাদের গ্রামে ফিরিয়ে আনতো। খুব কঠিন সময় ছিল।" মুস্তাফিজ বলেছেন, "সাতক্ষীরায় কয়েকটা একাডেমি আছে। সেখানে আমরা অনুশীলন করতাম। নইলে আমাকে স্কুলের মাঠে একা একা অনুশীলন করতে হতো।" সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে আইপিএলে আলো ছড়াচ্ছেন। এবি ডি ভিলিয়ার্স, শেন ওয়াটসন, বিরাট কোহলি, আন্দ্রে রাসেলরা তার শিকার হচ্ছেন। তার বিপক্ষে রান নেয়ার মতো কঠিন কাজ আর কিছু নেই বুঝি ব্যাটসম্যানদের জন্য! ১২ মাস আগেও বিশ্বে অপরিচিত মুস্তাফিজ এখন ঝড় তোলা নাম। 'ফিজ' ডাক নামে পরিচিতি ছড়িয়ে পড়ছে। তার সাথে ছড়াচ্ছে দেশেরও নাম। আর দেশকে নিয়ে মুস্তাফিজের ভাবনাটাই অন্যরকম, "আমি সবকিছুতে আমার দেশকে বড় দেখতে চাই। শুধু ক্রিকেটে না। সব খেলায়।" ভাই মোখলেছুরই মুস্তাফিজকে বাইকের পেছনে নিয়ে সাতক্ষীরায় যেতেন। সানরাইজার্স হায়দ্রাবাদের খেলার দিনগুলোতে তিনি একটি প্রজেক্টর ভাড়া করে নিজেদের দাওয়ায় বসান। লোকে খেলা দেখতে আসে। বিখ্যাত ভাইয়ের সম্পর্কে মোখলেছুর বললেন, "১২ বছর বয়স থেকেই সে ভালো বোলার। কিন্তু কখনো ভাবিনি এতটা ভালো হয়ে উঠবে।" মুস্তাফিজ এই সময়ের ক্রেজ। স্বাভাবিকভাবে তার গ্রাম তেতুলিয়ায় ভক্তদের উৎপাত থাকে। পোস্ট অফিসে চিঠি এসে জমা হয়। মেয়ে ভক্ত আছে অনেক। তারা মুস্তাফিজের মোবাইল নাম্বার চায়। মুস্তাফিজের ৭০ বছর বয়সী বাবা মোহাম্মদ আবুল কাশেম সতর্ক, "পোস্ট অফিসে গিয়ে বলে এসেছি এইসব চিঠি আমাদের বাড়িতে যেন না দেয়। এখনো খুব ছোটো ও। খেলায় উন্নতি করার দিকে মন দেওয়া দরকার তার।" বাবাকে গত মাসে একটি নতুন গাড়ি কিনে দিয়েছেন মুস্তাফিজ। ভারতের বিপক্ষে গত বছর ওয়ানডে সিরিজ দিয়ে উত্থাণ মুস্তাফিজের। তারপর টেস্ট অভিষেকও হয়েছে। এখন আইপিএলে। এরপর সাসেক্সের হয়ে কাউন্টি ক্রিকেটে খেলতে ইংল্যান্ডে যাবেন। মুস্তাফিজের অনেক ব্যস্ততা। এই কাটার, স্লোয়ার মাস্টারের অবশ্য বড় দৈর্ঘ্যের চেয়ে ছোটো দৈর্ঘ্যের ক্রিকেট বেশি পছন্দ, "সব ধরণের ক্রিকেটই উপভোগ করি। কিন্তু দিনেই শেষ হয়ে যায় যেমন টি-টোয়েন্টি আর ওয়ানডে, এগুলো আমার বেশি পছন্দ।"
×