ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অধ্যাপক এমএ মান্নান ৩ দিনের রিমান্ডে

প্রকাশিত: ০২:৫০, ৪ মে ২০১৬

অধ্যাপক এমএ মান্নান ৩ দিনের রিমান্ডে

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর ॥ গাজীপুর সিটি কর্পোরেশনের (জিসিসি) মেয়র (সাময়িক বরখাস্তকৃত) ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক এম এ মান্নানকে নাশকতার পৃথক দু’টি মামলায় মোট তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো. আব্দুল হাই ও শহীদুল ইসলামের পৃথক দু’টি আদালত বুধবার দুপুরে শুনানী শেষে ওই আদেশ দেন। গাজীপুরের কোর্ট পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের (জিসিসি) মেয়র (সাময়িক বরখাস্তকৃত) অধ্যাপক এম এ মান্নানকে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় গত ১৫ এপ্রিল রাতে একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় জয়দেবপুর থানায় দায়ের করা নাশকতার মামলায় ৭দিনের রিমান্ড চেয়ে বুধবার দুপুরে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত-৩ এ হাজির করা হয়। শুনানী শেষে অধ্যাপক এম এ মান্নানের এক দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন ওই আদালতের বিচারক মো. আব্দুল হাই। এরপর গাজীপুরের কালিয়াকৈরের আনসার একাডেমির সামনে একই দিন (১৫এপ্রিল) সন্ধ্যায় পুলিশবহনকারী একটি গাড়িতে পেট্রোল বোমা ও ককটেল নিক্ষেপ করে অগ্নিগংযোগ ও গাড়ি ভাংচুরের ঘটনায় কালিযাকৈর থানায় দায়ের করা অপর একটি মামলায় ৭ দিনের রিমান্ড চেয়ে অধ্যাপক এম এ মান্নান ও তার ছোট ভাই আব্দুল কাদেরকে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত-২ এ হাজির করা হয়। শুনানী শেষে তাদের প্রত্যেকের ২ দিনের করে রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন ওই আদালতের বিচারক শহীদুল ইসলাম। আসামী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ড. মো. শহীদুজ্জামান, সুলতান উদ্দিন, মঞ্জুর মোরশেদ প্রিন্স ও মেহেদী হাসান এলিস জানান, অসুস্থ্য মেয়র মান্নানকে বুধবার সকালে একটি অ্যাম্বুলেন্সে করে আদালত প্রাঙ্গনে আনা হয়। পরে দুপুরে তাকে হুইল চেয়ারে বসিয়ে আদালতের কাঠগড়ায় হাজির করা হয়। শুনানী শেষে আদালত থেকে বের হওয়ার সময় তিনি দু’হাত উপরে তুলে ফরিয়াদ করেন এবং গাজীপুরবাসির দোয়া চান।
×