ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সংসদে ক্রীড়া প্রতিমন্ত্রী আইসিসি বিশ্বকাপে বাংলাদেশ কমপক্ষে সেমিতে খেলবে

প্রকাশিত: ০৮:৪৯, ৪ মে ২০১৬

সংসদে ক্রীড়া প্রতিমন্ত্রী আইসিসি বিশ্বকাপে বাংলাদেশ কমপক্ষে সেমিতে খেলবে

সংসদ রিপোর্টার ॥ আগামী আইসিসি ওয়ার্ল্ড কাপ-২০১৯-এ বাংলাদেশ ক্রিকেট টিম কমপক্ষে সেমিফাইনালে খেলবে বলে লক্ষ্য স্থির করেছে বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ ক্রীড়া নিয়ন্ত্র¿ক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। ন্যাপের সংসদ সদস্য মিসেস আমিনা আহমেদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, ক্রিকেট আমাদের দেশকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছে। যা সর্বাঙ্গীন সত্য। খেলোয়াড়দের ব্যক্তিগত ও দলীয় সাফল্যে বাংলাদেশ এখন ক্রিকেট বিশ্বে আকর্ষণীয় একটি দলে পরিণত হয়েছে। তিনি জানান, আইসিসি’র সাম্প্রতিক ওয়ানডে র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ৭ম। আইসিসি ওয়ার্ড কাপ-২০১৯’এ বাংলাদেশ সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। বিসিবি কমপক্ষে সেমিফাইনালে খেলার লক্ষ্য স্থির করেছে। ১০ দ্রুত গতির বোলার পাওয়া গেছে ॥ সরকারী দলের সংসদ সদস্য সামশুল হক চৌধুরীর প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, তৃণমূল থেকে তরুণ প্রতিভাবান দ্রুতগতির বোলার খুঁজে বের করার লক্ষ্যে একটি বেসরকারী টেলিকম প্রতিষ্ঠানের আর্থিক সহায়তায় প্রেসার হান্ট নামে ইতোমধ্যে একটি কার্যক্রম সম্পন্ন হয়েছে। সারা বাংলাদেশে আনুমানিক পনেরো হাজার অংশগ্রহণকারীর মধ্য থেকে চূড়ান্ত পর্যায়ে ১০ জন পুরুষ, দুই জন মহিলা এবং দুইজন প্রতিবন্ধী দ্রুতগতির বোলার নির্বাচন করা হয়েছে।
×