ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

শিল্পকলা পদক পেলেন সাত গুণী শিল্পী

প্রকাশিত: ০৬:০১, ৪ মে ২০১৬

শিল্পকলা পদক পেলেন সাত গুণী শিল্পী

স্টাফ রিপোর্টার ॥ আলোকিত সমাজ ও রাষ্ট্র গড়তে চাই শিল্প-সংস্কৃতির নিরন্তর প্রবাহ। সেই সুবাদে দেশকে ভালবেসে মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে শিল্পী ও সংস্কৃতিকর্মীরা নিঃস্বার্থভাবে অবদান রেখে চলেছেন। তাই তো শিল্পীদের প্রতি সম্মাননা জানাতে ২০১৩ সাল থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রবর্তন করে শিল্পকলা পদক। বিগত বছরের ধারাবাহিকতায় ২০১৫ সালের এই পদকের জন্য মনোনীত হয়েছেন সাত গুণী শিল্পী। আগামীকাল বৃহস্পতিবার তাঁদের হাতে এই পদক তুলে দেয়া হবে। পদকপ্রাপ্ত সাত শিল্পী হলেনÑ চারুকলায় সৈয়দ আবুল র্বাক আল্ভী, নৃত্যকলায় সালেহা চৌধুরী, লোকসংস্কৃতিতে নাদিরা বেগম, নাট্যকলায় কাজী বোরহানউদ্দীন, যন্ত্রসঙ্গীতে সুজেয় শ্যাম, আবৃত্তিতে নিখিল সেন ও কণ্ঠসঙ্গীতে মিহির কুমার নন্দী। সম্মাননাস্বরূপ পদকপ্রাপ্তদের দেয়া হবে এক লাখ টাকা ও স্বর্ণপদক। এছাড়া একাডেমির পক্ষ থেকে রাষ্ট্রপতিকে প্রদান করা হবে সম্মাননা স্মারক। বৃহস্পতিবার বেলা ৩টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় এ পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। সংস্কৃতি সচিব আক্তারী মমতাজের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। শিল্পকলা পদক প্রদান এবং আলোচনা শেষে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে শিবলী মুহম্মদ ও শামীম আরা নীপার পরিচালনায় রাঙিয়ে দিয়ে যাও, জন্মভূমি, ষড়ঋতু শীর্ষক ৩টি সমবেত নৃত্য পরিবেশন করবে নৃত্যাঞ্চল। মঙ্গলবার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে শিল্পকলা পদকপ্রাপ্ত শিল্পীদের নাম ঘোষণার পাশাপাশি অনুষ্ঠানের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। এতে উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, সচিব জাহাঙ্গীর হোসেন চৌধুরী এবং গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক এ আর মোল্লা। সৌরভ চৌধুরীর চিত্রপ্রদর্শনী শাশ্বত অস্তিত্ব ॥ আলিয়াঁন্স ফ্রঁসেস দো ঢাকার লা গ্যালারিতে চলছে তরুণ শিল্পী সৌরভী চৌধুরীর প্রথম একক চিত্রকর্ম প্রদর্শনী। ১৭ দিনব্যাপী এ প্রদর্শনীর শিরোনাম শাশ্বত অস্তিত্ব। প্রদর্শনীতে ঠাঁইপ্রাপ্ত ৩৫টি কাজের বেশিরভাগই ছাপচিত্র মাধ্যমের বিভিন্ন টেকনিকে করা। এছাড়াও রয়েছে ২টি ভাস্কর্য। আর্টকনের সহযোগিতায় আয়োজিত প্রদর্শনীটি চলবে ৯ মে পর্যন্ত। সোম ও বৃহস্পতিবার বেলা ৩টা থেকে রাত ৯টা এবং শুক্র ও শনিবার সকাল ৯টা থেকে বেলা ১২টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা দর্শনার্থীদের উন্মুক্ত থাকবে। রবিবার সাপ্তাহিক বন্ধ। বিটিভির নতুন অনুষ্ঠান ‘গল্প নয় সত্য’ ॥ শিক্ষা ও বিনোদনের মিশেলে নতুন একটি অনুষ্ঠান শুরু করেছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। মানবসম্পদ উন্নয়নে বিশেষ অবদান রাখবে ‘গল্প নয় সত্য’ নামের এই টিভি অনুষ্ঠানটি। ইতিমধ্যে অনুষ্ঠানটির দুটি পর্ব প্রচার করেছে বিটিভি। মঙ্গলবার সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে ‘গল্প নয় সত্যি’-এর প্রচারণামূলক এক আয়োজন করে জাইকা। তাতে ‘এডুটেইনমেন্ট’ ভি?ত্তিক এই টিভি অনুষ্ঠানটির বিস্তারিত জানানো হয়। এটি নির্মাণে সার্বিক সহায়তা দিয়েছে জাপানি প্রতিষ্ঠান জাইকা। ‘বাংলাদেশের মানবসম্পদ উন্নয়নে ?টেলিভিশন অনুষ্ঠান নির্মাণে মিডিয়ার সক্ষমতা বৃদ্ধি’ নামের এক প্রকল্পের আওতায় এই মানবউন্নয়নী (এইচডি) টিভি অনুষ্ঠান নির্মাণের অন্য অংশীদারেরা হচ্ছে বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় ও বাংলাদেশ টেলিভিশন। ৩০ খ-ের ঐতিহ্য রবীন্দ্র-রচনাবলির প্রকাশনা আজ ॥ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সকল সৃষ্টিসম্ভার একসঙ্গে প্রকাশ করছে সৃজনশীল প্রকাশনা সংস্থা ঐতিহ্য। সৈয়দ আকরাম হোসেন সম্পাদিত ২২ হাজার ৫০০ পৃষ্ঠার এই রবীন্দ্র-রচনাবলি বিন্যাস করা হয়েছে ৩০টি খ-ে। আজ বুধবার বিকেল ৫টায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে রবীন্দ্র-রচনাবলি প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী, সাবেক উপাচার্য অধ্যাপক পবিত্র সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ও জাতীয় জাদুঘর বোর্ড অব টাস্ট্র্রিজের সভাপতি আজিজুর রহমান আজিজ। আরও উপস্থিত থাকবেন রবীন্দ্র-রচনাবলির সম্পাদনা সহযোগী আবুল বাসার ফিরোজ ও অস্টিক আর্যু। রবীন্দ্রনাথের প্রাপ্ত সমগ্র বাংলা রচনা প্রকাশক্রম-অনুসারে এই ত্রিশ খ-ে নতুনভাবে বিন্যাস করা হয়েছে। এই প্রথম রবীন্দ্রনাথের সমগ্র চিঠিপত্রÑ ‘ছিন্নপত্র’, ‘ছিন্নপত্রাবলী’, ‘চিঠিপত্র’ (১-১৯ খ-), ‘প্রমথনাথ বিশীকে লিখিত পত্র’, ‘ভানুসিংহের পত্রাবলী’ ও ‘পথে ও পথের প্রান্তে’ অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়াও অখ- ‘গীতবিতান’ও ভিন্ন রূপে ও প্রকরণে সন্নিবিষ্ট করা হয়েছে। সাহিত্য-ছবি-গান ও সুরের মিথস্ক্রিয়ার দিকে লক্ষ্য রেখে রবীন্দ্রনাথ-অঙ্কিত ‘রূপ-বিরূপে’র দুই শতাধিকেরও বেশি রঙিন ছবি ও প্রাসঙ্গিক চার শতাধিক সাদা কালো ছবিও রচনাবলির অন্তর্ভুক্ত করা হয়েছে। ঐতিহ্য রবীন্দ্র-রচনাবলির মূল্য ধরা হয়েছে ৪০ হাজার টাকা। বিশেষ ছাড়ে স্বল্প সময়ের জন্য ক্রেতারা ১৯ হাজার ৯০০ টাকায় ক্রয় করতে পারবেন।
×