ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

জিদানের স্বপ্ন...

প্রকাশিত: ০৪:০৪, ৪ মে ২০১৬

জিদানের স্বপ্ন...

স্পোর্টস রিপোর্টার ॥ প্রাণভোমরা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ছাড়া জিততে পারেনি রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালের প্রথম লেগে ম্যানচেস্টার সিটির মাঠে গোলশূন্য ড্র করে স্প্যানিশ পরাশক্তিরা। আগামী বুধবার নিজেদের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে সেমির দ্বিতীয় লেগের ম্যাচ খেলবে রিয়াল। ওই ম্যাচে শতভাগ সুস্থ রোনাল্ডো ও বেনজামাকে চান কোচ জিনেদিন জিদান। সেমির প্রথম লেগে সাইড বেঞ্চে বসে দলের হতাশার ড্র দেখেন রোনাল্ডো। আর ফিটনেস শঙ্কা নিয়ে মাঠে নামা করিম বেনজামা প্রথমার্ধের পর আর মাঠে নামেননি। কিন্তু সিটির বিরুদ্ধে দ্বিতীয় লেগে এ দু’জনকেই মনেপ্রাণে চাচ্ছে রিয়াল। অথচ সিটিজেনদের বিরুদ্ধে মাঠে নামার আগে রোনাল্ডো ও বেনজামা দু’জনের শতভাগ ফিটনেসের ইঙ্গিত দিয়েছিলেন কোচ জিদান। কিন্তু খেলার মাঠে দেখা যায় ভিন্ন চিত্র। তবে এটা নিশ্চিত, দু’জনকে নিয়ে কোন প্রকার ঝুঁকি নিতে চাননি জিদান। এ প্রসঙ্গে ম্যাচ শেষে রিয়াল কোচ বলেন, আমি বলেছি শতভাগ। কিন্তু তখন আরেকটি অনুশীলন সেশন বাকি ছিল। ক্রিশ্চিয়ানো কিছুটা অস্বস্তি অনুভব করছিল। আমরা ব্যাপারটি আরও খারাপ করতে চাইনি। বেনজামার দিকটি অন্যরকম ছিল। তবে সেও ধীরে ধীরে অস্বস্তি অনুভব করে। আমরা তার ফিটনেস নিয়ে ঝুঁকি নিতে পারি না। ১৯৯৮ সালের বিশ্বকাপ জয়ী এই তারকা আরও বলেন, আমরা জানি, তারা দু’জন আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আশা করছি, দ্বিতীয় লেগে দু’জনই থাকবে। তাদের ফিটনেসের জন্য সর্বোচ্চ চেষ্টাই করবো। এটাই আমাদের পরিকল্পনা। আমি কিছুই নিশ্চিত করে বলতে পারছি না। তারা যে শতভাগ ফিট হবে তা এ মুহূর্তে বলা সম্ভব নয়। তাই আমাদের সামনের দিনগুলোতে তাকাতে হবে। সি আর সেভেন না থাকায় রিয়ালের জন্য ম্যাচটি কঠিন ছিল বলে মনে করেন জার্মান মিডফিল্ডার টনি ক্রুস। ম্যাচ শেষে তার অভাব টের পাওয়ার কথা জানিয়ে ক্রুস বলেন, রোনাল্ডো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ সে ফল নির্ধারক এবং সে গোল করে। নিশ্চয়ই তাকে ছাড়া খেলাটা বেশি কঠিন। সিটির বিরুদ্ধে নিজেদের মাঠে সেমিফাইনালের দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ক্রুসের কণ্ঠে। বলেন, আমাদের ভাল খেলতে হবে এবং উলফসবার্গের বিরুদ্ধে যেটা করেছি, সেটা করতে হবে। আমি মনে করি, আমরা সেভাবে খেললে ফাইনালে যাব। এদিকে যে রোনাল্ডোকে নিয়ে এত কথা হচ্ছে সেই তিনি সতীর্থদের সাহস জোগাচ্ছেন। সতীর্থদের হাল না ছেড়ে ইতিবাচক থাকতে বলেছেন তারকা এই ফরোয়ার্ড। সেমির প্রথম লেগের ম্যাচ শেষে ইনস্টাগ্রামে রোনাল্ডো সতীর্থদের উদ্দেশে বলেন, কখনই হাল ছেড় না। ইতিবাচক হও। নিজের ফিটনেসের অবস্থা বোঝাতেও ইনস্টাগ্রামের মাধ্যমে সি আর সেভেন এই বার্তা দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। বার্নাব্যুতে সেমির দ্বিতীয় লেগে ডেভিড সিলভাবে পাচ্ছে না ম্যানচেস্টার সিটি। প্রথম লেগের ম্যাচটিতে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে ৪০ মিনিটে মাঠ ছাড়েন এই মিডফিল্ডার। দলের অন্যতম সেরা তারকার ইনজুরিতে ম্যানসিটি শিবিরে দুশ্চিন্তার ভাঁজ পড়ে। বার্নাব্যুতে তার খেলা নিয়েই শঙ্কা সৃষ্টি হয়েছে। স্বয়ং কোচ ম্যানুয়েল পেলেগ্রিনিই ফাইনাল নির্ধারণী ম্যাচে সিলভার দলে থাকার সম্ভাবনা দেখছেন না। তিনি বলেন, তার (সিলভা) হ্যামস্ট্রিংয়ে সমস্যা আছে। আমার মনে হয় না সে এক সপ্তাহের মধ্যে ফিট হতে পারবে।
×