ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ঠিকাদারি না পেয়ে কর্মচারীকে পিটুনি ॥ মানববন্ধন

প্রকাশিত: ০৩:৫৫, ৪ মে ২০১৬

ঠিকাদারি না পেয়ে কর্মচারীকে পিটুনি ॥ মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ৩ মে ॥ ঠিকাদারি কাজ না পেয়ে এক এমপির চাচাত ভাই দলবল নিয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের (পিআইও) কর্মচারীকে পিটিয়েছে। ভাংচুর করেছে অফিসের চেয়ার-টেবিল। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঘটনাটি ঘটেছে কলমাকান্দা উপজেলা সদরে। এ ঘটনায় কলমাকান্দা-দুর্গাপুর আসনের সরকার দলীয় এমপি ছবি বিশ্বাসের চাচাত ভাই সুজন বিশ্বাসসহ ১০ জনের বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা দায়ের হয়েছে। এদিকে ঘটনার প্রতিবাদে মঙ্গলবার কলমাকান্দার তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা ইউএনওর কার্যালয়ের সামনে মানববন্ধনসহ কর্মবিরতি পালন করেছেন। জানা গেছে, গত বৃহস্পতিবার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের আওতায় কলমাকান্দা উপজেলায় ২০১৫-১৬ অর্থবছরে প্রায় ১ কোটি ৮০ লাখ টাকার পাঁচটি সেতুর ঠিকাদারি কাজের সর্বনিম্ন দরদাতাদের নিয়ে লটারি অনুষ্ঠিত হয়। স্থানীয় এমপি ছবি বিশ্বাসের চাচাত ভাই সুজন বিশ্বাস ও তার লোকজন ওই দরপত্রে অংশগ্রহণ করলেও লটারিতে কোন কাজ পাননি। এতে তারা পিআইও অফিসের কর্মচারী মিজানুর রহমানের ওপর ক্ষিপ্ত হন। মিজানুর রহমান জানান, লটারির পর থেকে সুজন বিশ্বাস ও তার লোকজন লটারির ফলাফল বাতিল করে তাদের কাজ পাইয়ে দেয়ার জন্য চাপ দিচ্ছিলেন। কিন্তু এতে রাজি না হওয়ায় সোমবার সন্ধ্যায় অফিসে গিয়ে তাকে মারপিট করে এবং অফিসের চেয়ার-টেবিল ভাংচুর করে। এদিকে ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে কলমাকান্দার তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা কর্মবিরতিসহ দুপুরে ইউএনও অফিসের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করেন। বক্তব্য রাখেন তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি শের সগির আহমেদ ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। সোলার বিতরণ নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর, নেত্রকোনা, ৩ মে ॥ উপজেলা পরিষদ হলরুমে টি,আর কাবিখা থেকে ২৩৬টি সোলার বিতরণ করা হয় মঙ্গলবার। স্থানীয় সরকারের টি,আর কাবিখা থেকে বরাদ্দ মসজিদ, মন্দির গির্জা, মুক্তিযোদ্ধা পরিবার, দরিদ্র আদিবাসী, গরিব-দুঃখী ও বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে ২৩৬টি সোলার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছবি বিশ্বাস। কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর, ৩ মে ॥ উপজেলার কহলথুড়ি হামিদিয়া উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার বিদ্যালয় মাঠে ২০১৫ সালের এসএসসি, জেএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধরা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান শাহাজাহান শিশির কৃতী শিক্ষার্থীদের মাঝে সনদ ও বই তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন ইউএনও মুহাম্মদ আশরাফ হোসেন, হেলাল উদ্দিন, প্রধান শিক্ষক ইয়াকুব আলী প্রমুখ।
×