ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সন্ধানী ব্লাড ব্যাংক সিলাগালা

প্রকাশিত: ০৯:০৯, ৩ মে ২০১৬

সন্ধানী ব্লাড ব্যাংক সিলাগালা

মডার্ন হেল্থ কেয়ারের কয়েক গজ দূরে ১৯ বকশী বাজারে সন্ধানী ব্লাড ব্যাংকের অবস্থা আরও শোচনীয়। বিনা লাইসেন্সে নোংরা পরিবেশে এখানে বছরের পর বছর রক্তের জমজমাট ব্যবসা চলে আসছে। ঢাকা মেডিক্যালের নাকের ডগায় ঢাকা মেডিক্যালেরই শিক্ষার্থীদের সহযোগিতায় চলে সন্ধানী ব্লাড ব্যাংক। যে কারণে ওরা ঘুণাক্ষরেও ভাবতে পারেনি-এখানে র‌্যাব হানা দিয়ে তাদেরকে জেল জরিমানা ও সিলগালা করবে। সোমবার দুপুরে নির্বাহী ম্যজিস্ট্রেট মোঃ সারওয়ার আলম সেখানে অভিযান চালিয়ে দেখতে পান-এই ব্লাড ব্যাংকের কোন লাইসেন্স নেই। রক্ত রাখার ফ্রিজ নেই। নোংরা পরিবেশে রক্ত মজুদ রেখে রমরমা ব্যবসা চলে। এ অপরাধে এখানকার কর্মচারী জাহিদ হাসান, সেলিম রেজা ও ফারুক হোসেনকে তিন মাস করে কারাদ- প্রদান করা হয়। দালালের ১৫ দিনের কারাদ- এ ঘটনার কিছুক্ষণ পরই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ধরা পড়ে ইউসুফ জামিল নামের এক দালাল। এখান থেকে রোগী ভাগিয়ে অন্যত্র নিয়ে যাবার অভিযোগে তাকে হাতেনাতে ধরা হয়। পরে নিজের অপরাধ স্বীকার করায় তাকে ১৫ দিনের কারাদ- প্রদান করা হয়।
×