ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাতীয় শুদ্ধাচার কৌশল নিয়ে বিদ্যুত বিভাগের কর্মশালা

প্রকাশিত: ০৮:১৯, ১ মে ২০১৬

জাতীয় শুদ্ধাচার কৌশল নিয়ে বিদ্যুত বিভাগের কর্মশালা

স্টাফ রিপোর্টার ॥ বিদ্যুত বিভাগের কর্মকর্তাদের সততার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন মুখ্য সচিব আবুল কালাম আজাদ। জাতীয় শুদ্ধাচার কৌশল বিষয়ক এক কর্মশালা উদ্বোধন করতে গিয়ে শনিবার এ আহ্বান জানান তিনি। বিদ্যুত বিভাগ নিজেদের কর্মকর্তাদের জন্য ওই কর্মশালার আয়োজন করে। সরকার মনে করছে রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠায় সরকারী কর্মচারীদের বিস্তৃত ভূমিকা রয়েছে। প্রতিটি কর্মকর্তা-কর্মচারী সততা এবং নৈতিকতার সঙ্গে কাজ করলে রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠা হবে। এজন্য জাতীয় শুদ্ধাচার কৌশল হাতে নেয়া হয়েছে। পর্যায়ক্রমে প্রশাসনের ওপরের দিকে সকল বিভাগে শুদ্ধাচার কৌশল নিয়ে কর্মশালার আয়োজন করা হচ্ছে। এতে কর্মকর্তাদের শুদ্ধাচার চর্চায় উদ্বুদ্ধ করা হচ্ছে। এর ফলে কল্যাণ রাষ্ট্র সৃষ্টি, জনগণের স্বার্থ সংরক্ষণ এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার সঙ্গে দুর্নীতি হ্রাস সম্ভব বলে মনে করা হচ্ছে। সভাপতির বক্তব্যে বিভাগের অতিরিক্ত সচিব ড. আহমেদ কায়কাউস বলেন, এখন আমরা শুদ্ধাচার নিয়ে কথা বলছি, অথচ বঙ্গবন্ধু সেই ১৯৭৪ সালের ২৫ ডিসেম্বর এক ভাষণে এ বিষয়ে কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, চরিত্রের পরিবর্তন না হলে অভাগা দেশের ভাগ্য ফেরানো যাবে কিনা সন্দেহ।
×