ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিপিএ নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৪:৫৬, ৩০ এপ্রিল ২০১৬

সিপিএ নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

সংসদ রিপোর্টার ॥ কমনওয়েলথ পার্লামেন্টারি এ্যাসোসিয়েশনের মধ্যবার্ষিকী নির্বাহী কমিটির সভা লন্ডনের ব্রিটিশ পার্লামেন্টের পোর্টকুলিস হাউসের এটলি কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী সেপ্টেম্বরে ঢাকায় অনুষ্ঠিতব্য সিপিএ’র ৬২তম সম্মেলনের বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভার সভাপতি সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ও বাংলাদেশের জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী ঢাকায় অনুষ্ঠিতব্য সিপিএ সম্মেলন আয়োজনের প্রস্তুতিমূলক কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন। বৈঠকে সিপিএ নির্বাহী কমিটি এ সংক্রান্ত কো-অর্ডিনেটিং কমিটি, ফাইন্যান্স সাব-কমিটি, বাজেট প্ল্যানিং কমিটির সঙ্গে আলাদাভাবে সভায় মিলিত হয়। বৈঠকে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, আসন্ন সম্মেলনে সিপিএ ৯টি অঞ্চলের ৫৩টি দেশের প্রায় ৬৫০ জন পার্লামেন্ট সদস্য ও অন্যান্য প্রতিনিধি অংশগ্রহণ করবেন। এ সম্মেলনের সফল আয়োজনের লক্ষ্যে ইতোমধ্যে প্রায় ২৬টি উপ-কমিটি গঠন করেছে এবং কমিটিগুলো নিজ নিজ কার্যপরিধি চিহ্নিত করে সম্মেলনের আয়োজনের কাজ শুরু করেছে। তিনি আরও বলেন, সম্মেলনে অংশগ্রহণকারী প্রায় ৬৫০ জন সংসদ সদস্য ও প্রতিনিধির আবাসিক স্থান সংকুলানের জন্য হোটেল বুকিং কাজ প্রায় সম্পন্ন হয়েছে। সম্মেলনে অংশগ্রহণকারীগণের অন-লাইন নিবন্ধনের কাজ সহসাই শুরু হবে। সভায় আসন্ন সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠান, স্মল বাঞ্চেস কনফারেন্স, নির্বাহী কমিটি মিটিং, কমনওয়েলথ উইমেন পার্লামেন্টারিয়ান (সিউব্লিউপি) কনফারেন্স, প্লেনারি সেশন, রিজিওনাল গ্রুপ মিটিং, সিউব্লিউপি বিজনেস মিটিং ও চেয়ারপার্সন নির্বাচন, ফাইনাল প্লেনারি মিটিং ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সিপিএ ভাইস চেয়ারপার্সন শিরলি এম ওসবোরনে, মহাসচিব আকবর খান, ট্রেজারার রিকুয়েস্ট মনটাগা প্রমুখ।
×