ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজারহাটে ধর্ষণের শিকার শিশু

প্রকাশিত: ০৪:০৮, ৩০ এপ্রিল ২০১৬

রাজারহাটে ধর্ষণের শিকার শিশু

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ রাজারহাটে দ্বিতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীকে (১০) ধর্ষণের শিকার হয়েছে। বৃহস্পতিবার কুড়িগ্রাম সদর হাসপাতালে ধর্ষিতার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়। হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ নজরুল ইসলাম জানান, ৩ সদস্য বিশিষ্ট মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। প্যাথলজি টেস্টের রেজাল্টসহ ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্ট দাখিল করা হবে। তবে এ কথা নিশ্চিত করে বলা যায়, শিশুটি যৌন নির্যাতনের শিকার হয়েছে। এ ব্যাপারে ৩ জনকে আসামি করে রাজারহাট থানায় মামলা দায়ের করেছে ধর্ষিতার পিতা। ঘটনাটি ঘটেছে রাজারহাট উপজেলার চাকিরপশার ইউপির পাঠক পাড়া এলাকায় বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায়। চাকিরপশার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে পার্শ্ববর্তী রতিরামকমলওঝাঁ এলাকার মরহুম লোকমান হাকিমের পুত্র বাবু মিয়া চকোলেট খাওয়ার প্রলোভন দেখিয়ে বাড়ির পার্শ্ববর্তী ধান ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে বাবু মিয়া সটকে পড়ে। ধর্ষিতাকে উদ্ধার করে প্রথমে রাজারহাট হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রাতেই শিশুটিকে কুড়িগ্রাম সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। ২৫ কেজি গাঁজাসহ দুই নারী আটক স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নগরীর কোতোয়ালি মডেল থানা পুলিশ বৃহস্পতিবার গভীর রাতে কেডিসি বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে ২৫ কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে। এরা হলো-কেডিসি বালুর মাঠ এলাকার বাসিন্দা সেকান্দার মুন্সির স্ত্রী শাহানা বেগম (৪৩) ও কেডিসি ডগ এলাকার কামরুল ইসলামের স্ত্রী ফরিদা বেগম। এক পরিবারের ৫ জনকে কুপিয়ে জখম সংবাদদদাতা, রায়পুর, লক্ষ্মীপুর, ২৯ এপ্রিল ॥ রায়পুর পৌর শহরে পার্লার ব্যবসার নামে অনৈতিক কার্যকলাপ সইতে না পেরে তালাক দেয়া স্ত্রী, শ্যালিকা, শ্বশুর-শাশুড়িসহ ৫ জনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে নাজমুল হক (৩৫) নামে এক ব্যক্তি। সে বাগেরহাট জেলার হাওকাটি গ্রামের ছাত্তার হাওলাদারের ছেলে। শুক্রবার ভোরে পৌর শহরের আব্বাস আলী সড়কের স্বপ্না বিউটি পার্লারসংলগ্ন ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। আহতরা হলেনÑ নাজমুল হকের স্ত্রী মহিমা আক্তার স্বপ্না, শ্যালিকা সুফতা জান্নাত পলি আক্তার, শাশুড়ি আঙ্গুরেরনেছা, শ্বশুর মহিউদ্দিন বাবর ও বিউটি পার্লারের কর্মচারী নাজমুনাহার। আহতদের প্রথমে রায়পুর সরকারী হাসপাতালে, পরে অবস্থার অবনতি হলে লক্ষ্মীপুর সদর ও নোয়াখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বর্তমানে মহিউদ্দিন বাবরের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ডাক্তার। স্থানীয়রা নাজমুলকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। চার দোকান ভস্মীভূত নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ২৯ এপ্রিল ॥ শহরের রেলওয়ে হকার্স মার্কেটে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকা-ে ৪ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে কমপক্ষে ৬০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন। শুক্রবার ভোরে শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কের ওই মার্কেটের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে। পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানগুলো হচ্ছে : তানহা ক্লথ স্টোর, এশিয়ান ইলেক্ট্রনিক্স, আল-আমিন লাইটিং হাউজ ও আরএফএল শো-রুম। প্রত্যক্ষদর্শী মাহবুবুল আলম বাশার, ওই মার্কেটের ব্যবসায়ী কাউছার হামিদ ও ইমরান হোসেন জানান, ফজরের নামাজের সময় কোন দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে মার্কেটের পাহারাদার কাছাকাছি না থাকায় টের পাওয়া যায়নি। পরে পথচারী কয়েকজন ঘটনা প্রত্যক্ষ করে ফায়ার সার্ভিসকে সংবাদ দেয়। অগ্নিকা-ে দুই ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ এবং দুটির অধিকাংশ পুড়েছে। তিন শ’কেজি চিংড়ি জব্দ স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মোল্লাহাটে ভ্রাম্যমাণ আদালত অপদ্রব্য পুশের তিন শ’ কেজি চিংড়ি বিনষ্ট করেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার নতুন ঘোষগাতী গ্রামের প্রভাবশালীর বাাড় থেকে অপদ্রব্য পুশকৃত তিন শ’ কেজি চিংড়ি জব্দ করে বিনষ্ট করা হয়েছে। ওই সময় মোবাইল কোর্টের উপস্থিতি বুঝতে পেরে অপদ্রব্য পুশকারীরা পালিয়ে যায়। মোবাইল কোর্ট পরিচালনা টিমের সদস্য মোল্লাহাট উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুম খান জানান, মাত্র এক সপ্তাহ পূর্বে চিংড়িতে অপদ্রব্য পুশের অপরাধে উপজেলার চাকদাহ গ্রামের সুশান্ত পান্ডের ৬মাস বিনাশ্রম জেল দিয়েছে মোবাইল কোর্ট। এরপরও বিভিন্ন বাজার ও বাড়িতে গোপনে একই অপরাধ করে চলেছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। এসি ল্যান্ড তাসলিমা আলীর নেতৃত্বে মোবাইল কোর্ট নূতন ঘোষগাতী গ্রামের প্রভাবশালী রফিকুল ইসলামের বাড়িতে ঢুকে তিন শ’ কেজি চিংড়ি জব্দ করেন। পুকুরে বিষ দিয়ে মাছ নিধন নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ২৯ এপ্রিল ॥ কাজীবাকাই এলাকায় পূর্বশত্রুতার জের ধরে আসাদুল বেপারি নামের অসহায় কৃষকের পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। এতে লক্ষাধিক টাকার ক্ষতিসাধান হয়েছে বলে জানা গেছে। এলাকা ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, কাজীবাকাই এলাকার পূর্বখান্দুলী গ্রামের মোসলেম বেপারি ছেলে একই এলাকার নজরুল ফকিরের কাছ থেকে পুকুর লিজ নিয়ে রুই, কাতলা ও তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছে। এ মাছ বিক্রি করে পরিবার নিয়ে ভালভাবেই সুখে দিন কেটে যেত তার। পরিচ্ছন্নতা অভিযান নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর (নেত্রকোনা), ২৯ এপ্রিল ॥ দুর্গাপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌরসভার সহযোগিতায় ভ্রাম্যমাণ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয় শুক্রবার। উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পৌর এলাকার বিভিন্ন পয়েন্টে স্বেচ্ছাশ্রমে পরিচ্ছন্নতা অভিযানসহ অবৈধ স্থাপনা ভেঙ্গে দেয়া হয়। অভিযানে উপজেলা পরিষদ চেয়ারম্যান এমদাদুল হক খাঁন, মেয়র আব্দুস সালাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোকলেছুর রহমানসহ স্থানীয়রা অংশ নেন। রংপুরে আটক ৫২ স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ পুলিশের অভিযানে দীর্ঘদিন পলাতক থাকা রংপুরের পীরগাছা উপজেলা জামায়াতের কর্মী আমিনুল ইসলামসহ বিভিন্ন মামলার পলাতক ৫২ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত তাদের গ্রেফতার করা হয়। তাদের আদালতের মাধ্যমে রংপুর জেলহাজতে পাঠানো হয়েছে। আটক জামায়াত কর্মী পীরগাছা উপজেলার দেউতি গ্রামের সৈয়দ নুরীর ছেলে। তার বিরুদ্ধে নাশকতা সৃষ্টির অভিযোগ রয়েছে। শুক্রবার ভোরে নিজবাড়িতে অবস্থানের খবরে তাকে গ্রেফতার করা হয়। ইমামের ৩ মাসের সাজা স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে যৌনহয়রানির অভিযোগে ডিমলা উপজেলা সদর ইউনিয়নের কুটিরডাঙ্গা উত্তরপাড়া জামে মসজিদের ইমাম আব্দুল লতিফকে তিন মাসের বিনাশ্রম কারাদ- দেয়া হয়েছে। ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক রেজাউল করিম এই সাজা প্রদান করেন। শুক্রবার সকালে তাকে জেলহাজতে পাঠানো হয়। অভিযোগে জানা যায়, আব্দুল লতিফ একই গ্রামের সপ্তম শ্রেণীর ছাত্রীকে যৌন হয়রানি করে আসছিল। এমনকি ভুয়া কাগজ তৈরি করে ওই ছাত্রীকে নিজের স্ত্রী দাবি করে আসছিল। এ ঘটনায় ছাত্রীটি ভ্রাম্যমাণ আদালতে অভিযোগে করে। অভিযোগের ভিত্তিত্বে বৃহস্পতিবার রাতে ওই ঈমামকে আটক করা হয়। ওষুধ কোম্পানির কর্মকর্তা ছিনতাইকারীর কবলে নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ২৯ এপ্রিল ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে এসিআই ওষুধ কোম্পানির মেডিক্যাল সার্ভিস অফিসার আনোয়ারুল হক ছিনতাইকারীর কবলে পড়েছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। ছিনতাকারীরা ওই কর্মকর্তার ব্যবহৃত মোটরসাইকেলসহ নগদ ৩০ হাজার টাকা লুটে নিয়েছে। গত বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে উপজেলার ৫নং ক্যানেল এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে ঘটে এ ছিনতাইয়ের ঘটনা। ছিনতাইকারীদের কবলে পড়া আনোয়ারুল হক জানান, জেলার সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড থেকে ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জ উপজেলার ভুলতা গাউছিয়া এলাকায় মোটরসাইকেল যোগে আসতেছিলেন। বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে উপজেলার ৫নং ক্যানেল এলাকায় পৌঁছাবামাত্র ৫/৬ জনের একদল ছিনতাইকারী মোটরসাইকেলটির গতিরোধ করে। পরে সড়কের পাশের একটি নির্জন স্থানে নিয়ে মোটরসাইকেলসহ নগদ ৩০ হাজার টাকা লুটে নেয়। প্রতিবাদ করায় তাকে পিটিয়ে আহত করা হয়। স্কাউটসদের ওরিয়েন্টশন কোর্স নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২৯ এপ্রিল ॥ মাল্টিপারপাস, স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শুক্রবার ঠাকুরগাঁওয়ে দিনব্যাপী ওরিয়েন্টশন কোর্স সম্পন্ন করেছে বাংলাদেশ স্কাউটস-এর জেলা কমিটি। সকালে সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের ওআরসি হল রুমে এ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক আ.ফ.ম ফজলে রাব্বি। স্কাউটস’র লিডার ট্রেনার জালাল উদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএম’র সভাপতি ডা.আবু মোঃ খায়রুল কবির, স্কাউটস’র আঞ্চলিক উপ-কমিশনার ও প্রধান শিক্ষক আখতারুজ্জামন সাবু, রেজাউল করিম। নওগাঁয় মনোনয়ন বাণিজ্য নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৯ এপ্রিল ॥ মহাদেবপুরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয়ভাবে চেয়ারম্যান পদে প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করেছে আওয়ামী লীগ ও বিএনপি। চেয়ারম্যান পদে প্রার্থী মনোনয়ন দেয়া নিয়ে আওয়ামী লীগে মতবিরোধ থাকলেও এ পর্যন্ত সেটা রয়েছে নিজেদের মধ্যে চাপা। তবে বিএনপির উত্তরগ্রাম ইউনিয়নের মনোনয়ন বঞ্চিত চেয়ারম্যান প্রার্থী আবীদ সরকারসহ তার কর্মী-সমর্থকরা জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পীকার আখতার হামিদ সিদ্দিকী নান্নুর বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ এনে বৃহস্পতিবার বিকেলে উপজেলা সদরে বিক্ষোভ সমাবেশ করেছে। ওইদিন নির্বাচন কমিশন ষষ্ঠ দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। এ তফসিল মতে আগামী ৪ জুন মহাদেবপুর উপজেলার ১০ ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়ন বাণিজ্যের সত্যতা অস্বীকার করে জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পীকার ও মহাদেবপুর উপজেলার বিএনপির সভাপতি আখতার হামিদ সিদ্দিকী নান্নু জানান, যারা এই কথাগুলো বলেছে তারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে একটি মহলকে প্রভাবিত করে বিএনপিকে ডোবানোর পাঁয়তারা করছে। পোরশার ৬ ইউপিতে আ’লীগের বিদ্রোহী, বিএনপির ৩ পোরশা উপজেলার ৬ ইউনিয়নেই চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৬ জন এবং বিএনপির ৩ জন বিদ্রোহী প্রার্থী নির্বাচনী মাঠে জোর প্রচার চালিয়ে যাচ্ছেন। আগামী ৭ মে ওই উপজেলার ৬ ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বিদ্রোহী প্রার্থী হিসেবে যারা মাঠে নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন তারা হলেনÑ তেঁতুলিয়া ইউনিয়নে আওয়ামী লীগ সদস্য মনিরুল আলম শাহ্, ছাওড়ে সংশ্লিষ্ট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম, গাঙ্গুরিয়ায় আওয়ামী লীগের সদস্য আনিসুর রহমান, মশিদপুরে সংশ্লিষ্ট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মজিদ, উপদেষ্টা ফরহাদ হোসেন বকুল, ওয়ার্ড সাধারণ সম্পাদক শাহাজাহান আলী। তবে দলের মতামতের বাইরে প্রার্থী হওয়ায় তাদের সকলকে বহিষ্কার করা হয়েছে বলে দলীয় একটি সূত্র জানিয়েছে। অপরদিকে দলের মতামতকে উপেক্ষা করে নিতপুর ইউনিয়নে ইব্রাহিম আলী কালু, ঘাটনগরে আবু হোসেন বাবু ও মশিদপুর ইউনিয়নে মেহেদী হাসান বকুল বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে তাদের প্রচার চালিয়ে যাচ্ছেন। আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৫ নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া থেকে জানান, ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও একই দলের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে বিদ্রোহী প্রার্থী সমর্থক মাসুদ করিম ওরফে লাল্টু মোল্লা (৪২) নিহতের ঘটনায় সদর উপজেলার আলামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আক্তারুজ্জামান বিশ্বাসসহ ২১ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার রাতে নিহত লাল্টুর বড় ভাই মাহবুবুল করীম মোল্লা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পুলিশ এ ঘটনায় পাঁচজনকে গ্রেফতার দেখিয়েছে। মুন্সীগঞ্জে আওয়ামী লীগ প্রার্থীর সংবাদ সম্মেলন স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ থেকে জানান, মুন্সীগঞ্জের রামপাল ইউনিয়নের আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর কারণে প্রার্থী আলহাজ মোঃ মোশারফ হোসেন মোল্লা সংবাদ সম্মেলন করেছে। শুক্রবার সকালে রামপাল ইউনিয়নের তার নিজ বাড়িতে শত শত কর্মী-সমর্থককে নিয়ে এই সংবাদ সম্মেলন করেন। নৌকা প্রতীকের প্রার্থীর নির্বাচন বানচালের হুমকি দেয়া হচ্ছে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী বাচ্চু শেখের বিরুদ্ধে এমন অভিযোগ করে আওয়ামীলীগ প্রার্থী মোশারফ হোসেন মোল্লা বলেন, আমি দল থেকে মনোনয়ন পেয়ে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। কিন্তু আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও তার লোকজন আমার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। আমার বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র করেছে। আমার প্রচারে ব্যাপক বাধা সৃষ্টি করেছে এমনকি আমার সমর্থকদের নানা ধরনের ভয়ভিতি দেখানো হচ্ছে। তিনি আরও বলেন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বাচ্চু শেখ অনেক আগে থেকেই নান অপকর্মের সঙ্গে জরিত। বাংলাদেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাই আইনী নিরাপত্তা জোরদার করার দাবিও জানান তিনি।
×