ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আইসিসির সমালোচনা করলেন রিচার্ডস

প্রকাশিত: ২০:১৩, ২৯ এপ্রিল ২০১৬

আইসিসির সমালোচনা করলেন রিচার্ডস

অনলাইন ডেস্ক॥ ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসিকে বেশ একহাত নিলেন ক্যারিবিয়ান কিংবদন্তি স্যার ভিভিয়ান রিচার্ডস। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে জেতার পর ওয়েস্ট ইন্ডিজ দলে কর্মকাণ্ডে নাখোশ আইসিসি। সম্প্রতি এক বিবৃতিতে বেশ ভর্ৎসনা করেছে ড্যারেন স্যামির দলকে। সেই প্রসঙ্গেই আইসিসির সমালোচনা করেছেন রিচার্ডস। বলেছেন, আইসিসি একেক জনের জন্য একেক আইন মানে! ১২১ টস্টে ও ১৮৭ ওয়ানডে খেলা গ্রেট ব্যাটসম্যান রিচার্ডস আইসিসির সমালোচনাকে অহেতুকই মানেন। বলেছেন, "আইসিসির নিয়ন্ত্রন দেখলে বুঝবেন কারো জন্য নিয়ম আছে কারো জন্য নেই। আমি জবাব দিতে চাচ্ছি কারণ তারা স্যামির মন্তব্যের কারণেই এসব বলছে। তারা এমন একটি সংস্থা হওয়ার চেষ্টা করছে যার ঠিক করে দিতে চাইছে যে এটা বললে এই হবে ওটা বললে ওই।" ইংল্যান্ডকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজ দল কলকাতার ইডেন গার্ডেন্সে বুনো উন্মাদনায় মেতেছিল। ফাইনালের হিরো মারলন স্যামুয়েলস ইংলিশ বোলার বেন স্টোকসের সাথে ঝামেলায় জড়িয়ে জরিমানা দেন। ক্যারিবিয়ানরা জার্সি খুলে, নেচে গেয়ে অস্থির অবস্থা তৈরি করে। স্যামি পোস্ট ম্যাচে তাদের বোর্ডের খোলামেলা সমালোচনা করেন। আইসিসি বিবৃতিতে বলা হয়েছে, এইসব আচরণ অনভিপ্রেত, শিষ্টাচার বহির্ভূত। তারা দলটির বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের দায় আনার হুমকিও দেয়। ভারতের উদাহরণ দিয়ে স্যার রিচার্ডস বলেছেন, আইসিসির নিয়ম ওরা মানছে না। কিন্তু তাতে আইসিসি কোনো ব্যবস্থা তো নেয় না! রিচাডর্সের ভাষায়, "এটা যদি একমাত্র নিয়ন্ত্রন সংস্থা হয়ে থাকে তাহলে সবাই একই আইন মানবে। কিন্তু আইসিসির কিছু আইন তো ভারত মানে না। তারা পুরোপুরি উপেক্ষা করেই বছরের পর বছর কাটিয়ে দিচ্ছে।"
×