ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ক্রিকেট ইতিহাসের কয়েকটি সেরা আবেগঘন মুহূর্ত

প্রকাশিত: ১৯:১৮, ২৯ এপ্রিল ২০১৬

ক্রিকেট ইতিহাসের কয়েকটি সেরা আবেগঘন মুহূর্ত

অনলাইন ডেস্ক ॥ সচিন থেকে সঙ্গাকারা, বাংলাদেশে থেকে দক্ষিণ আফ্রিকা— ক্রিকেট মাঠের অন্যতম কয়েকটি সেরা মুহূর্তের ছোট ছোট বর্ যা আপনাকেও আবেগমথিত করে তুলবে, নস্ট্যালজিক করে তুলবে। দেখে নিন সে রকমই কয়েকটি আবেগঘন মুহূর্ত। (০১) ২০১২-র এশিয়া কাপ ফাইনালে বাংলাদেশ হেরে যাওয়ার পর সাকিব অল হাসান-সহ দলের সমস্ত খেলোয়াড়রা মাঠেই কান্নায় ভেঙে পড়েন। দুর্ধর্ষ লড়াই করে সে বছর ফাইনালে উঠেছিল টাইগাররা। (০২) ১৯৮৩-র পর ২০১১-র বিশ্বকাপ ভারত জেতার পর কেঁদে ফেলেছিল গোটা দল। ও রকম আবেগঘন মুহূর্ত ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা। কেঁদেছিল আপামর (০৩)ভাহঠাত্ই খবরের শিরোনামে আসে যুবরাজের ফুসফুসে ক্যানসার ধরা পড়েছে। এই খবরে গোটা ক্রীড়াজগত্ স্তব্ধ হয়ে গিয়েছিল। এক জন সেরা খেলোয়াড়ের এই খবর কাঁদিয়েছিল গোটা ক্রিকেট বিশ্বকে। সকলেই তাঁর আরোগ্য কামনায় প্রার্থনা করেছিলেন। মাঠের লড়াইয়ের মতোই ক্যানসারকে হারিয়ে ফের মাঠে ফিরেছেন যুবি। (০৪) রতরুণ অজি ব্যাটসম্যান ফিল হিউজের মৃত্যুতে গোটা ক্রিকেট দুনিয়ায় শোকের ছায়া নেমে এসেছিল। মাথায় বলের আঘাত লেগে কোমায় চলে যান। দু’দিন পরেই মৃত্যু হয় তাঁর। (০৫) ক্রিকেট বিশ্বের কাছে শ্রীলঙ্কা ব্যাটসম্যান সঙ্গাকারার অবসরটা খুবই শকিং ছিল। শ্রীলঙ্কা দলের কাছেও সেটা একটা বড় ধাক্কা ছিল। ২০১৫-র ১৮ মার্চ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ ম্যাচ খেলার পর চোখের জলে মাঠ ছাড়েন তিনি।(০৬) ক্রিকেট ইতিহাসের অন্যতম দুঃখের দিন ছিল সে দিন যে দিন অজি অধিনায়ক মাইকেল ক্লার্ক অবসর ঘোষণা করেন। অনেক দিন ধরেই তাঁর পারফরম্যান্সে টানাপড়েন চলছিল। সেটা থেকে বেরিয়ে আসারও চেষ্টা করেন। কিন্তু পারফরম্যান্সের কোনও উন্নতি হয়নি। তাঁর অবসর নিয়ে জল্পনা চলে। অবশেষে সেই মুহূর্তও চলে আসে। (০৭) ২০১৫-র বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারার পর কেঁদে ফেলেছিলেন এ বি ডি’ভিলায়ার্স। সেই দৃশ্যও ক্রিকেট ইতিহাসে মনে রাখার মতো। (০৮) ২০১২-য় ইংল্যান্ডে সমারসেটের বিরুদ্ধে খেলার সময় ইমরান তাহিরের একটি বলে স্টাম্প থেকে বেল ছিটকে মার্ক বাউচারের বাঁ চোখে লাগে। চোখে অস্ত্রোপচারও হয়। কিন্তু আর মাঠে ফেরেননি তিনি। অবসর নিয়ে নেন খেলা থেকে। সে দিন তিনি কান্না ভেজা চোখে বলেছিলেন, পরিস্থিতি আমাকে বাধ্য করল অবসর নিতে। (০৯) সচিন তেন্ডুলকরের অবসর ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা আবেগঘন মুহূর্ত। ক্রিকেটের ঈশ্বর যে দিন অবসর নেন সে দিন মাঠেই কান্নায় ভেঙে পড়েন তিনি। সূত্র : আনন্দবাজার পত্রিকা ‍
×