ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আইপিএলে সময়টা ভালো যাচ্ছে না সাকিবের

প্রকাশিত: ১৮:৩৭, ২৯ এপ্রিল ২০১৬

আইপিএলে সময়টা ভালো যাচ্ছে না সাকিবের

অনলাইন ডেস্ক॥ ১৫তম ওভারটি ছিল তার শেষ ওভার। কাইরন পোলার্ড তখনো তাণ্ডব শুরু করেননি। পরে দুই বোলারকে ওভারে তিনটি করে ছক্কা মেরেছেন ওই ক্যারিবিয়ান। তার আগে সাকিব খেলেন দুটি চারের মার। ওভারে দিতে হলো ৩০ রান। ৪ ওভারে ৩০ রান খরচায় ১ উইকেট। বোলিং শেষে ফিল্ডিংয়ে ফেরার সময় নিজের মনে কাকে যেন খুব গাল দিচ্ছিলেন সাকিব। সময়টা যে ভালো যাচ্ছে না বাংলাদেশের এই সেরা অল রাউন্ডারের। গেলো রাতে মুম্বাই ইন্ডিয়ান্স সাকিবদের কলকাতা নাইট রাইডার্সের দেয়া ১৭৫ রানের টার্গেট তাড়া করে জিতেছে। এই ম্যাচে বোলিংয়ে বাঁ হাতি স্পিনার সাকিবের অবদান তো দেখলেন। বাঁ হাতি ব্যাটসম্যানের ব্যাটিংয়ে কি অবস্থা? প্রোমোশন পেয়ে ৩ নম্বরে ব্যাট করেছেন সাকিব। কিন্তু ৬ রান করেই দৃষ্টিকটু আউট। নাইটরা ৬ ম্যাচ খেলেছে এখন পর্যন্ত। জিতেছে ৪টিতে। বলার মতো পারফরম্যান্স কোনোটিতে নেই সাকিবের। বিশ্বের অন্যতম সেরা এই অল রাউন্ডার ৪ ম্যাচে রান করেছেন ২০। সর্বোচ্চ ১১। আর এই ৪ ম্যাচে উইকেট ২টি। ১৪ ওভার বল করে রান দিয়েছেন ৯০। এবারের আইপিএলে সাকিবের পারফরম্যান্স আসলেই ভালো না এখনো।
×