ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তরুণ সমাজকে ধূমপান থেকে বিরত রাখতে অভিভাবকদের সচেতন হতে হবে : স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ০১:৫২, ২৮ এপ্রিল ২০১৬

তরুণ সমাজকে ধূমপান থেকে বিরত রাখতে অভিভাবকদের সচেতন হতে হবে : স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ ধূমপানের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির জন্য সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, বিশেষ করে তরুণ সমাজকে ধূমপান থেকে বিরত রাখতে সকল অভিভাবককে সচেতন হতে হবে। পিতা-মাতাকে লক্ষ রাখতে হবে তার সন্তান ধুমপান করে কিনা। বৃহষ্পতিবার মন্ত্রণালয়ের সভা কক্ষে গলায় ক্যান্সার ও শিশু অ্যাজমা বিষয়ক সচিত্র স্বাস্থ্য সতর্কবানী: জাতয়ি তামাক নিয়ন্ত্রণে জনসচেতনতা বার্তার মিডিয়া ক্যাম্পেইনের উদ্ধোধন কালে তিনি এই আহবান জানান। অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক উপস্থিত থেকে বক্তব্য রাখেন। জনগণকে তামাকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করতে ভাইটাল স্ট্র্যাটেজিস (ওয়ার্ল্ড রাং ফাউন্ডেশন) এর সহযোগীতায় সরকার ষষ্ঠবারের মতো জাতীয় মিডিয়া ক্যাম্পেইন প্রকার করবে। কয়েকটি টিভি চ্যানেলে ৫ সপ্তাহ ব্যাপী ৩৫ শত বার এই স্পট দুটি প্রচার করা হবে। মোহাম্মদ নাসিম বলেন, তামাকমুক্ত বিশ্ব গড়ে তুলতে আমাদের সবাইকে এ সাথে কাজ করতে হবে। ধূমপানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। যাতে করে তরুণ সমাজ ধ্বংসের পথে না যায়।
×