ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

‘বৈশ্বিক, আঞ্চলিক ও জাতীয় নিরাপত্তা পরিবেশ’ বিষয়ে লেকচার

প্রকাশিত: ০৪:৩৪, ২৭ এপ্রিল ২০১৬

‘বৈশ্বিক, আঞ্চলিক ও জাতীয় নিরাপত্তা পরিবেশ’ বিষয়ে লেকচার

সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল মোঃ মাহফুজুর রহমান মঙ্গলবার ঢাকার এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ কর্তৃক আয়োজিত শহীদ কর্নেল জামিল আহমেদ মেমোরিয়াল লেকচার-২০১৬ এ বৈশ্বিক, আঞ্চলিক এবং জাতীয় নিরাপত্তা পরিবেশ বিষয়ে একটি লেকচার প্রদান করেন। অনুষ্ঠানে চেয়ারপার্সন হিসেবে অধ্যাপক হারুন-অর-রশীদ, কনভেনর হিসেবে ড. সাব্বির আহমেদ এবং সুশীল সমাজের বিভিন্ন মান্যগণ্য ব্যক্তি উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ বাৎসরিক ভিত্তিতে শহীদ কর্নেল জামিল আহমেদ মেমোরিয়াল লেকচার আয়োজন করে থাকে। -আইএসপিআর কালো টাকা সাদা করার বিধান সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ॥ টিআইবি স্টাফ রিপোর্টার ॥ বাজেটে কালো টাকা সাদা করার বিধান সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংগঠনটি আসন্ন বাজেটে এ ধরনের সুযোগ দেয়া থেকে বিরত থাকতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এ আহ্বান জানান। বিবৃতিতে তিনি বলেন, কালো টাকা বৈধ করার বিধান সংবিধানের ২০(২) ধারার সঙ্গে সাংঘর্ষিক।
×