ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কর্তব্যরত অবস্থায় নিহত ১২৬ পুলিশ সদস্যের পরিবারকে সম্মাননা প্রদান

প্রকাশিত: ০৪:৩৪, ২৭ এপ্রিল ২০১৬

কর্তব্যরত অবস্থায় নিহত ১২৬ পুলিশ সদস্যের পরিবারকে সম্মাননা প্রদান

স্টাফ রিপোর্টার ॥ কর্তব্যরত অবস্থায় যেসব পুলিশ সদস্য নিহত হয়েছেন তাদের পরিবারকে সরকার সব ধরনের সহায়তা করবে। শুধু অর্থনৈতিক সাহায্যই নয়, যোগ্যতা অনুযায়ী নিহতের সন্তানদের চাকরির ব্যবস্থাও করা হবে। মঙ্গলবার রাজধানীর পুলিশ কনভেনশন হলে ২০১৫ সালে কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের গৌরবোজ্জ্বল ভূমিকার স্বীকৃতিস্বরূপ নিহতের পরিবারবর্গকে স্মারক সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে ১২৬ পুলিশ সদস্যদের পরিবারকে সম্মাননা প্রদান করা হয়। এ সময় প্রত্যেক পরিবারকে ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যও দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, কর্তব্যরত অবস্থায় যেসব পুলিশ সদস্য নিহত হয়েছেন, তাদের পরিবারকে সরকার সব ধরনের সাহায্য করতে প্রস্তুত। শুধু আর্থিক সাহায্যই নয়, যোগ্যতা অনুযায়ী নিহত পুলিশ সদস্যের সন্তানদের চাকরির ব্যবস্থাও করা হবে। এসময় স্বরাষ্ট্রমন্ত্রী কলাবাগানের জোড়া খুনের ঘটনায় জড়িতদের শীঘ্রই গ্রেফতার করা সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন। সভাপতির বক্তব্যে পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক বলেন, দায়িত্ব পালনরত অবস্থায় যেসব সদস্য নিহত হয়েছেন তাদের পরিবারকে বাংলাদেশ পুলিশ সব ধরনের সহায়তা করবে। এছাড়া বাংলাদেশ পুলিশে চাকরির ক্ষেত্রেও তাদের সন্তানদের প্রাধান্য দেয়া হবে।
×