ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এটি সুপরিকল্পিত হত্যা;###;সবকিছুতে ব্যর্থ হয়ে বিএনপি-জামায়াত গুপ্তহত্যার পথ বেছে নিয়েছে

দেশ অস্থিতিশীল করতে এসব হত্যাকা- ॥ প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৯:২৬, ২৬ এপ্রিল ২০১৬

দেশ অস্থিতিশীল করতে এসব হত্যাকা- ॥ প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি ॥ কলাবাগানে জোড়া খুনের মতো বিভিন্ন হত্যাকা-ের জন্য জামায়াত-বিএনপি চক্রকে অভিযুক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই চক্র দেশ অস্থিতিশীল করতে পরিকল্পিতভাবে গুপ্তহত্যা চালাচ্ছে। দেশ যখন সবদিক থেকে এগিয়ে যাচ্ছে তখন বিএনপি-জামায়াত চক্র এ ধরনের গুপ্ত হত্যাকা- চালিয়ে যাচ্ছে। সোমবার সন্ধ্যায় গণভবনে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন বোর্ডের সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি দেশবাসীকে এই অপশক্তির বিরুদ্ধে সজাগ থাকা এবং এ সংক্রান্ত তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানান। কলাবাগানে কাপুরুষোচিত হত্যাকা-ের ঘটনা তুলে ধরে শেখ হাসিনা বলেন, এ জাতীয় হত্যাকা- সাধারণ আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিষয় নয়। দেশের আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় আছে। সবাই মিলে এই অপশক্তিকে প্রতিহত করতে হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, এই গুপ্তহত্যা কারা ঘটাচ্ছে সকলেই বোঝেন। নানারূপে বিএনপি-জামায়াত এগুলো করছে। গত নির্বাচনের সময় থেকে দেশ অস্থিতিশীল করতে তারা মানুষ পুড়িয়ে হত্যাসহ সন্ত্রাসী কর্মকা- চালিয়ে আসছে। এখন ব্যর্থ হয়ে গুপ্তহত্যা চালাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, হত্যাকারীরা ধরা পড়বে। তাদের আইনের আওতায় আনা হবে। এদিকে বৈঠকে তৃণমূলের সুপারিশ ও দলীয় জরিপ রিপোর্ট বিশ্লেষণ শেষে ৯ পৌরসভায় মেয়র পদে প্রার্থী চূড়ান্ত করা হয়।
×