ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টিভি চ্যানেলে ঝড় তুলতে এলো ‘ডিজি জাদু ব্রডব্যান্ড লিমিটেড’

প্রকাশিত: ০৫:০২, ২৫ এপ্রিল ২০১৬

টিভি চ্যানেলে ঝড় তুলতে এলো ‘ডিজি জাদু ব্রডব্যান্ড লিমিটেড’

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশে কেবল টিভি দেখার ঝিরঝিরে অভিজ্ঞতা বাদ দিয়ে স্পষ্ট ছবি ও শব্দের মাধ্যমে নিশ্চিন্তে পরিবারের সবাইকে নিয়ে টিভি দেখতে দেশে এবার ২৩০টিরও বেশি চ্যানেলের ঝড় তুলতে জাদুর বাক্স নিয়ে এলো ডিজি জাদু ব্রডব্যান্ড লিমিটেড। কেবল টিভি নেওয়ার্ককে আধুনিকতা আনতে ও সম্পূর্ণ ডিজিটাল করতেই এ উদ্যোগ হাতে নিয়েছে প্রতিষ্ঠানটি। শনিবার রাতে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা-নবরাত্রি হল ৪-এ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে জাদু ডিজিটালের লঞ্চিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। অনুষ্ঠানে তথ্যসচিব মর্তুজা আহমেদ, ডিজি জাদু ব্রডব্যান্ড লিমিটেডের অন্যতম পরিচালক নাবুদুল হক বক্তব্য দেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, পৃথিবীতে তথ্যপ্রযুক্তির বিপ্লব চলছে। আমাদের বহু জায়গায় ডিজিটাল কার্যক্রম চালু হয়েছে। এখন সমস্ত সম্প্রচারও ডিজিটাল হতে হবে।
×