ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

জোছনা সামলাল চাঁদ

প্রকাশিত: ০৫:৪৫, ২৩ এপ্রিল ২০১৬

জোছনা সামলাল চাঁদ

ছোট হয়ে গিয়ে জোছনা কমিয়ে দিল চাঁদ, কথাটি শুনতে যতই অবিশ্বাস্য মনে হোক জ্যোতির্বিজ্ঞানীদের দৃষ্টিতে এটি খুব স্বাভাবিক একটি ঘটনা। প্রতি ১৫ বছর পর পর এমনটি হয়ে থাকে। সাধারণত এপ্রিল মাসের পূর্ণিমা গোলাপী পূর্ণিমা নামে পরিচিত। কিন্তু বৃহস্পতিবার রাতের পূর্ণিমাটি ছিল একটু অন্যরকম। সাধারণভাবে ভূপৃষ্ঠ থেকে চাঁদের দূরত্ব তিন লাখ ৮৪ হাজার কিলোমিটার। কিন্তু কখনও কখনও এই দূরত্ব বেড়ে দাঁডায় চার লাখ ছয় হাজার ৩৫০ কিলোমিটার। দূরত্ব বেড়ে যাওয়ায় মনে হয় চাঁদ যেন ছোট হয়ে এসেছে। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব স্বাভাবিকের তুলনায় বেশি হয়ে যাওয়ায় স্বাভাবিকের থেকে ছোট দেখায় এদিনে পূর্ণিমার চাঁদকে। এ রকম ‘মিনি-মুন’ ফের দেখা যাবে অনেকদিন পর। ২০৩০ সালের ১০ ডিসেম্বর। সেদিন আকাশে চাঁদ ঠিক থাকবে তবে ঔজ্জ্বল্য থাকবে একটু কম। নিজের জোছনাকে সামলে রাখবে চাঁদ। যারা বৃহস্পতিবারের এই অস্বাভাবিক দৃশ্যটি দেখতে পারেননি তারা নাসার ওয়েবসাইটে (ংঢ়ধপবঢ়যড়ঃড়ং@ংঢ়ধপব.পড়স) গিয়ে অথবা টুইটারে @ঝষড়ড়য মেসেজ পাঠিয়ে সেটি দেখে নিতে পারেন। Ñস্পেস ডটকম
×