ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

দুর্গাপুরে অবাধে সাদামাটি উত্তোলন

প্রকাশিত: ০৪:৪৮, ২৩ এপ্রিল ২০১৬

দুর্গাপুরে অবাধে সাদামাটি উত্তোলন

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর (নেত্রকোনা), ২২ এপ্রিল ॥ নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার মাইজপাড়া, আড়াপাড়া ও পাঁচকাহানিয়া মৌজা থেকে হাইকোর্টের নির্দেশ অমান্য করে পাহাড় ও টিলা ধ্বংস এব ছাড়পত্র ব্যতীত সাদামাটি উত্তোলন করা হচ্ছে। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এর বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে রিট মামলা দায়ের করে। মামলার প্রাথমিক শুনানি শেষে গত ১৪ মার্চ আদালত পাহাড় ও টিলায় অবৈধ ও অপরিকল্পিতভাবে এবং অননুমোদিত ও নির্বিচারে পরিবেশগত ছাড়পত্র ও পরিবেশগত ব্যবস্থাপনা পরিকল্পনা ব্যতীত সাদামাটি উত্তোলনকে কেন আইনবহির্ভূত এবং আইনগতভাবে ভিত্তিহীন ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে তিন সপ্তাহের রুল জারি করে। একই সঙ্গে মামলা চলাকালীন পরিবেশ আইন ও বিধিমালার সঙ্গে সমন্বয় ব্যতীত সাদামাটি উত্তোলন প্রতিরোধ করতে নির্দেশ প্রদান করে। সাদামাটি বা চীনামাটি সিরামিক শিল্পে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। ১৯৬৯ সাল থেকে বাংলাদেশে সাদামাটি উত্তোলনের কাজ শুরু হয়। কিন্তু গত কয়েক বছর যাবত নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার মাইজপাড়া, আড়াপাড়া ও পাঁচকাহনিয়া মৌজা থেকে কতিপয় ব্যক্তি ও কোম্পানির লোকজন পরিবেশগত ছাড়পত্র ব্যতীত পাহাড় ও ছোট টিলা ধ্বংস করে সাদামাটি সংগ্রহ করছে। ফলশ্রুতিতে এ অঞ্চলের পরিবেশগত বিপর্যয় দেখা দিয়েছে এবং গাছপালা ও জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে, এ অঞ্চলে হাজং, গারো এবং অন্যান্য আদিবাসী সম্প্রদায়ের যাদের জীবন ও জীবিকা এই পাহাড় ও পাহাড়ী বনের ওপর নির্ভরশীল তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ বিষয়ে এলাকাবাসী আইনানুগ ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে প্রতিকার চেয়ে আবেদন করে ব্যর্থ হয়। তাদের আবেদনের ভিত্তিতে ২০১৫ সালের ১০ নবেম্বর এই মামলা বেলা দায়ের করে।
×