ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আদি যমুনা খননের দাবি

প্রকাশিত: ০৪:৩০, ২১ এপ্রিল ২০১৬

আদি যমুনা খননের দাবি

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ শ্যামনগরে আদি যমুনা নদী খননের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বুধবার সকাল ১০টায় শ্যামনগর প্রেসক্লাবের সামনে উপজেলা জনসংগঠন সমন্বয় কেন্দ্র ও সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে। উপজেলা জনসংগঠন সমন্বয় কেন্দ্রের সভাপতি কৃষক সিরাজুল ইসলামের সভাপতিত্বে আদি যমুনা খননের দাবিতে বক্তারা বলেন, আদি যমুনার প্রবাহ না ফেরাতে পারলে বিপর্যস্ত হবে এই এলাকার কৃষি, প্রাণবৈচিত্র্য ও সংস্কৃতি। নদীর সংযোগ খালগুলো ভরাট, অবৈধ দখল ও অপরিকল্পিত চিংড়ি চাষের কারণে যমুনা নদী নদীনির্ভর মানুষের জীবনযাত্রা বিপন্ন হতে চলেছে। একই সঙ্গে উপজেলা সদরে জলাবদ্ধতার আশঙ্কা দেখা দিয়েছে। যৌন হয়রানি ॥ শিক্ষক অভিযুক্ত নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২০ এপ্রিল ॥ শহরের ভাটিলক্ষ্মীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলজার হোসেনের বিরুদ্ধে ওই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে যৌন হয়রানি করার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। বুধবার তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নিকট জমা দিয়েছে। মা সমাবেশ নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২০ এপ্রিল ॥ ধামইহরহাটে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলার ভেড়ম-রাঙ্গামাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এ মা সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুস সাত্তার। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুগ্মসচিব আবু হেনা মোহাম্মদ মোস্তফা কামাল। বীজ ও সার বিতরণ নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ২০ এপ্রিল ॥ তালতলী উপজেলার ১ হাজার ৭শ’ ২৫ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে কৃষি পুনর্বাসন কর্মসূচীর আওতায় বুধবার বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে আমতলী উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে প্রধান অতিথি এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
×