ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নিজ নিজ অঙ্গরাজ্যে প্রাইমারিতে মুখোমুখি হিলারি ও ট্রাম্প

প্রকাশিত: ০৭:৩৮, ২০ এপ্রিল ২০১৬

নিজ নিজ অঙ্গরাজ্যে প্রাইমারিতে মুখোমুখি হিলারি ও ট্রাম্প

আব্দুল মালেক, নিউইয়র্ক থেকে ॥ আমেরিকায় চলন্ত বছর প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে নিউইয়র্ক অঙ্গরাজ্যে প্রাইমারির ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে। এই রাজ্যে রয়েছে ডেমোক্র্যাটিক দলের ২৪৭ ও রিপাবলিকান ৯৫ ডেলিগেট। দলের মনোনয়ন লাভের জন্য কাক্সিক্ষত সংখ্যক ডেলিগেটস দু’দলের কোন প্রার্থী এখন পর্যন্ত পায়নি। সে কারণে প্রধান দুই দল ডেমোক্র্যাটিক ও রিপাবলিকান প্রার্থীদের জন্য এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অঙ্গরাজ্যের ফলাফলকে উভয়ই দলের প্রার্থীদের সামনে এগিয়ে যাবার জন্য একটি টার্নিংপয়েন্ট হিসেবে দেখা হচ্ছে। ইতোপূর্বের সমীক্ষায় ডেমোক্র্যাট হিলারি ক্লিনটন ও রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প এগিয়ে রয়েছেন। তবে বার্নি স্যান্ডার্স জনসভায় রেকর্ড পরিমাণ মানুষের উপস্থিতি শেষ মুহূর্তে হিলারির সঙ্গে তার ব্যবধান কমিয়ে এনেছে । ধারণা করা হচ্ছে উভয়ের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে অত্যন্ত জোরদার।
×