ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শিশুসহ দুই লাশ উদ্ধার

মুদিদোকানি ও গৃহবধূসহ পাঁচ খুন

প্রকাশিত: ০৭:০১, ১৯ এপ্রিল ২০১৬

মুদিদোকানি ও গৃহবধূসহ পাঁচ খুন

জনকণ্ঠ ডেস্ক ॥ মুদিদোকানি ও গৃহবধূসহ খুন হয়েছে পাঁচজন। অন্যদিকে নিখোঁজ শিশুসহ পুলিশ দুই লাশ উদ্ধার করেছে। স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবর : ফেনী ॥ ফেনীর সোনাগাজীতে নুর হোসাইন সবুজ (৩০) নামে মুদিদোকানিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। রবিবার রাতে কেরামতিয়া বাজারে নিহত সবুজের ভাই আরিফের সঙ্গে স্থানীয় ছাত্রলীগ নেতা জুয়েলের বাগ্বিত-া হয়। একপর্যায়ে তাকে মারধর করে জুয়েল। খবর পেয়ে সবুজ এগিয়ে গেলে তাকেও পিটিয়ে গুরুতর আহত করা হয়। আহত অবস্থায় ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হলে সোমবার সকালে সে মারা যায়। বগুড়া ॥ সারিয়াকান্দী উপজেলায় ভাসুরের হাতে গৃহবধূ সুমি বেগম (২২) খুন হয়েছে। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সন্ধ্যায় সে মারা যায়। সোমবার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। পুলিশ জানায়, নয়াপাড়া এলাকার আনোয়ারুল ইসলামের স্ত্রী সুমি শুক্রবার রাতে নিজের ঘরে ঘুমিয়ে ছিল। পারিবারিক বিরোধের জের ধরে ভাসুর আমিরুল তার ঘরে প্রবেশ করে ইট দিয়ে মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে বগুড়া মেডিক্যাল কলেজ হাসপতালে ভর্তি করা হয়। বরিশাল ॥ বাকেরগঞ্জ উপজেলার সিংহবাড়ি বাজারের ঝাড়ুদার গৌতম মালীকে (৪৫) রবিবার রাতে নিজবাড়ি সংলগ্ন বোর্ড স্কুলের পিছনে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের স্ত্রী দিপালী রানী বলেন, আহত অবস্থায় তার স্বামী দৌঁড়ে বাড়ি এসে বলেছেন, মিলন মালী ও তার সহযোগী বিপুল অস্ত্র দিয়ে তার গলায় আঘাত করে। তাৎক্ষণিক মুমূর্ষু অবস্থায় তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে আসার পর গৌতম মারা যায়। জামালপুর ॥ সোমবার সকালে দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নে ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় অজ্ঞাত পরিচয়ের (৩০) যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুস্তাছিনুর রহমান জানান, পাররামরামপুর ইউনিয়নে ভারতীয় সীমান্ত হতে ৫০ গজ দূরে বাংলাদেশী সীমার ভেতরে রহিমপুর গ্রামে ওই যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। সাভার ॥ ধামরাইয়ে ঠান্ডু মিয়া নামের (২৫) পশু চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। সোমবার শেষ রাতে ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের দ্বিমুখা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ওই চিকিৎসকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করে। জানা গেছে, দ্বিমুখা এলাকার জালাল উদ্দিনের ছেলে পশু চিকিৎসক ঠান্ডু মিয়া কাজ শেষে বাড়ি ফেরার পথে পূর্ব শত্রুতার জের ধরে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার পর তার পুরুষাঙ্গ কেটে ফেলে। গাজীপুর ॥ কালিয়াকৈরে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে ব্যবসায়ী নিহত হয়েছে। তার নাম আব্দুল খালেক (৫৫)। পুলিশ জানায়, নিজ বাড়ির পাশে আব্দুল খালেকের মুদিদোকান রয়েছে। এ ছাড়াও তার কয়েকটি গাভী রয়েছে। প্রতিরাতের মতো সেগুলো পাহারা দিতে রবিবার মধ্য রাতে খালেক ঘর থেকে বের হন। রাত তিনটার দিকে বাড়ির পাশে গোঙানির শব্দ পেয়ে প্রতিবেশীরা এগিয়ে গিয়ে তাকে গুরুতর আহতাবস্থায় দেখতে পায়। পরে আহত খালেককে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। রাজবাড়ী ॥ পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরআফড়া গ্রামে নিখোঁজের তিন দিন পর ফাহাত (৭) নামে শিশুর অর্ধগলিত লাশ সোমবার সকালে আখ ক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ। সে একই গ্রামের কৃষক হাসেম ম-লের ছেলে। গত শুক্রবার বিকেল থেকে সে নিখোঁজ ছিল। পুলিশ জানায়, সৎভাই রিপনের সঙ্গে ঘর উঠানোর ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে কলহ বিবাদ চলছিল। পুলিশ রিপনকে গ্রেফতারের চেষ্টা করছে। নর্দান ভার্সিটিতে বাংলা বর্ষবরণ নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ চৈত্র সংক্রান্তি ও বৈশাখী বরণ উদযাপন করে। দিনটির সূচনা হয় মঙ্গল শোভাযাত্রার মধ্যদিয়ে। বাংলার ঐতিহ্যবাহী নানারকম উপকরণে সাজানো নর্দান ইউনিভার্সিটি ক্যাম্পাস আনন্দমুখর হয়ে উঠেছিল ছাত্রছাত্রীদের পরিবেশিত বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে। প্রধান অতিথি ছিলেন নর্দান ইউনির্ভাসিটি বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন সৈয়দ ইসতিয়াক রেজা, পরিচালক নিউজ ও অপারেশন, একাত্তর টেলিভিশন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপ-উপাচার্য ও বিশিষ্ট লালন গবেষক প্রফেসর ড. আনোয়ারুল করিম ও ট্রেজারার আনোয়ার হোসাইন, রেজিস্ট্রার লেঃ কর্নেল (অব) একতেদার আহমেদ সিদ্দিকীসহ বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধানসহ শিক্ষক, কর্মকর্তা ও ছাত্রছাত্রীরা ছিলেন। -বিজ্ঞপ্তি
×