ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাতীয় বিশ্ব বিদ্যালয়ের দুই কর্মকর্তাকে শোকজ

প্রকাশিত: ০৬:৫৯, ১৯ এপ্রিল ২০১৬

জাতীয় বিশ্ব বিদ্যালয়ের দুই কর্মকর্তাকে শোকজ

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ১৮ এপ্রিল ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই সহকারী রেজিস্ট্রার দম্পতির বিরুদ্ধে পরীক্ষার্থীর কাছ থেকে মোবাইল ফোন জব্দ করে বিধি অনুযায়ী তা কর্তৃপক্ষের কাছে জমা না দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কর্তৃপক্ষ ওই দুই কর্মকর্তাকে কারণ দর্শানো নোটিস দিয়েছে। এ ছাড়াও তাদের পরীক্ষা সংক্রান্ত সকল প্রকার কাজ থেকে বিরত রাখার নির্দেশ দিয়েছে। জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সার্ভিসেস দফতরের সহকারী রেজিস্ট্রার রেজাউল করিম ও স্নাতকপূর্ব শিক্ষাবিষয়ক স্কুল দফতরের সহকারী রেজিস্ট্রার কামরুন্নাহার গত ২৫ মার্চ অনুষ্ঠিত এলএলবি প্রথম বর্ষ পরীক্ষার কেন্দ্র পরিদর্শন ও পর্যবেক্ষণ কাজে সরকারী টিচার্স ট্রেনিং কলেজ চট্টগ্রাম কেন্দ্রের দায়িত্ব পালন করেন। পরীক্ষা চলাকালীন তারা এক পরীক্ষার্থীর মোবাইল ফোনসেট জব্দ করেন। কিন্তু বিধি অনুযায়ী তারা ওই মোবাইল ফোনসেটটি কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা কলেজ অধ্যক্ষের কাছে জমা দেননি। নাম প্রকাশে অনিচ্ছুক জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাধিক কর্মকর্তা ও কর্মচারী জানান, অভিযুক্ত ওই দুই সহকারী রেজিস্ট্রার ব্যক্তি জীবনে স্বামী-স্ত্রী। আরও দুই মামলায় মেয়র মান্নানের জামিন নামঞ্জুর নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ১৮ এপ্রিল ॥ আরও দুই মামলায় গাজীপুর সিটি কর্পোরেশনের (জিসিসি) মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক এমএ মান্নানের জামিন নামঞ্জুর করেছে আদালত। সোমবার গাজীপুরের পৃথক দুটি আদালতের বিচারক মেয়র মান্নানের জামিন না মঞ্জুর করেন। গাজীপুরের কোর্ট পরিদর্শক মোঃ রবিউল ইসলাম জানান, গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল হাই ও মাহবুবা আক্তারের পৃথক আদালত সোমবার সকালে শুনানি শেষে অধ্যাপক এমএ মান্নানের জামিন নামঞ্জুর করেন। তিনি জানান, গত ১৫ এপ্রিল সন্ধ্যায় কালিয়াকৈরের আনসার একাডেমির সামনে পুলিশবহনকারী একটি গাড়িতে পেট্রোলবোমা ও ককটেল নিক্ষেপ করে অগ্নিসংযোগ ও গাড়ি ভাংচুরের ঘটনায় মেয়র মান্নানসহ ২৭ জনের নামে এবং অজ্ঞাত আরও ১০-১২ জনের নামে কালিয়াকৈর থানার এসআই মোঃ মনিরুল ইসলাম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন। সোমবার এ মামলার শুনানি হয় গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবা আক্তারের আদালতে। তিন আদিবাসী যুবকের সন্ধান মেলেনি পাঁচ দিনেও নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ১৮ এপ্রিল ॥ ঝিনাইগাতী সীমান্তের গজনী এলাকার নিখোঁজ তিন আদিবাসী যুবকের সন্ধান মেলেনি পাঁচ দিনেও। ঘটনাটিও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আটক না দুর্বৃত্ত চক্রের অপহরণ সেটিও পরিষ্কার নয়। বরং ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ স্থানীয় প্রশাসন রয়েছে অন্ধকারে। এ নিয়ে তাদের পরিবারসহ আদিবাসী অধ্যুষিত সীমান্ত এলাকাগুলোতে চরম আতঙ্ক বিরাজ করছে। জানা যায়, ১৪ এপ্রিল রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে ১০-১২ জনের দল ঝিনাইগাতী উপজেলার গজনী এলাকার সুশীল মারাকের ছেলে বিভাস হাগিদক ও রসেন সাংমার ছেলে প্রভাত সাংমা এবং একই রাতে ওই এলাকার সুমিত চন্দ্র সাংমার ছেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রাজেস কুবিকে ময়মনসিংহের ভালুকা এলাকার তার বোনের বাড়ি থেকে তুলে নিয়ে যায়।
×