ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যুদ্ধাপরাধী সাবেক জাপা এমপির গ্রেফতার দাবি

প্রকাশিত: ০৬:৫৭, ১৯ এপ্রিল ২০১৬

যুদ্ধাপরাধী সাবেক জাপা এমপির গ্রেফতার দাবি

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ একাত্তরে মানবতাবিরোধী অপরাধে দায়ের মামলার আসামি রাজাকার কমান্ডার জাতীয় পার্টির সাবেক এমপি আনিসুর রহমান মানিক ও তার সহযোগীদের অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক বিচার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে ময়মনসিংহের স্থানীয় মুক্তিযোদ্ধা ও জনতা। সোমবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে ঘাতক দালাল নির্মূল কমিটি ও সেক্টর কমান্ডার্স ফোরামের ব্যানারে ত্রিশালবাসী ও মুক্তিযোদ্ধারা এই কর্মসূচী পালন করে। সোমবার দুপুর ১২টা থেকে থেকে ১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এই মানববন্ধন চলাকালে মুক্তিযোদ্ধা ও ত্রিশালবাসীর সঙ্গে যোগ দেয় নানা শ্রেণী-পেশার মানুষ। মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি আনিসুর ও তার সহযোগীদের গ্রেফতারের দাবি করে বলেন, আগামী সাত দিনের মধ্যে গ্রেফতার না হলে কঠোর কর্মসূচী দেয়া হবে। একাত্তরে ত্রিশালে গণহত্যা, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে আনিসুর রহমান মানিক ও তার সহযোগীদের বিরুদ্ধে ময়মনসিংহের আমলী আদালতে তিনটি আলাদা মামলা দায়ের হয়েছে। এই মামলায় এখনও কেউ গ্রেফতার হয়নি বলে অভিযোগ করা হয় সমাবেশে। বক্তব্য রাখেনÑ আব্দুর রব, আবুল কালাম, সৈয়দ রফিকুজ্জামান, হাফিজুর রহমান, নুরুল মোমেন, হাজী হরমোজ আলী ও ফরহাদ আহাম্মদ খান সোহেল। যুবলীগ নেতার বিচার দাবিতে বিক্ষোভ স্কুলছাত্রীকে ধর্ষণ নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ১৮ এপ্রিল ॥ লক্ষ্মীপুর সদর উপজেলার দাসেরহাটে ৯ম শ্রেণীর স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদ ও যুবলীগ নেতা জামাল উদ্দিনসহ জড়িতদের গ্রেফতার এবং বিচারের দাবিতে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্যে রাখেনÑ প্রধান শিক্ষক মোঃ মাহাবুর রহমান, ম্যানিজিং কমিটির সদস্য মাহাবুবুর রহমান, মিজানুর রহমান, ৯ম শ্রেণীর ছাত্রী সাথী আক্তার ও স্টুডেন্টন্স কেবিনেট নেতা মিরাজ হোসেন প্রমুখ। ৪৬ আমগাছ সাবাড় স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বাঘা উপজেলায় এক কৃষকের ৪৬টি আমগাছ কেটে সাবাড় করেছে দুর্বৃত্তরা। রবিবার গভীর রাতে উপজেলার সরেরহাট গ্রামের কৃষক আমিরুল ইসলামের বাগানের ৪৬টি গাছ কেটে ফেলে। তবে কারা এ গাছের সঙ্গে শক্রতা করে নির্মম প্রতিশোধ নিয়েছে, তা শনাক্ত করা যায়নি। এ ঘটনায় সোমবার সকালে বাঘা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক। বিস্কুট খেয়ে পেটের পীড়ায় আক্রান্ত নারী ও শিশু স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ পরিত্যক্ত নিম্নমানের গোখাদ্য হিসেবে ব্যবহৃত গম ভিন্ন পন্থা ও ব্যবস্থায় মানুষকে খাওয়ানো হচ্ছে। ফলে জেলাজুড়ে দেখা দিয়েছে পেটের পীড়াসহ নানা ধরনের জটিল রোগ। এর মধ্যে শিশু ও নারীর সংখ্যা সবচেয়ে বেশি। চাঁপাইনবাবগঞ্জ সদর মডার্ন হাসপাতালসহ অপর চার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের বহির্বিভাগে আসা রোগীর সিংহভাগ পেটের পীড়াতে আক্রান্ত। এর মধ্যে ছোট শিশুদের ডায়রিয়া পিছু ছাড়ছে না। একই দৃশ্য সদরের মা-শিশু কল্যাণ কেন্দ্রসহ বিভিন্ন ইউপি কমিউনিটি কেন্দ্রেও উপচেপড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে নারী ও শিশুদের। আক্রান্ত রোগীর কোন পরিসংখ্যান না থাকলেও এই সংখ্যা কয়েক লাখ বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ। এসব হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রের মেডিক্যাল অফিসারদের অধিকাংশ জানান তারা কোনভাবে শিশুদের পেটের পীড়া মোকাবিলা করতে পারছে না। পাশাপাশি নারীরাও প্রথমে পেটের পীড়া নিয়ে এলেও তারা পরে আক্রান্ত হচ্ছে নানা জটিল রোগে। জেলা উপজেলাসহ বিভিন্ন হাটবাজার ও ব্যবসা কেন্দ্রে প্রতিদিন বাড়ছে বেকারির সংখ্যা। অনুমোদনহীন এসব বেকারি তাদের বিস্কিট ও পাউরুটিতে ব্যবহার করছে নিম্নমানের গোখাদ্যের গমের আটা। এসব বেকারি প্রতিষ্ঠান তৈরি করছে নানা ধরনের ছোট বড় বিস্কৃট, যা খুবই কম দানে বিক্রি করছে। বড় বড় পলিথিনে ভরে ৭/৮ ধরনের বিস্কুট গ্রামগঞ্জে ফেরি করে বিক্রি হয়, যা কেজিতে বিক্রি করছে ৭০ থেকে ৮০ টাকা দরে। বেকারিদের কাছে পাইকারি পাচ্ছে মাত্র ৫০ টাকা কেজি দরে।
×