ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মানুষের চেয়ে বুদ্ধিমান কাক!

প্রকাশিত: ০৬:১৯, ১৯ এপ্রিল ২০১৬

মানুষের চেয়ে বুদ্ধিমান কাক!

ঈশপের গল্পটি সবার জানা। একটি পাত্রে পানি ছিল একেবারে তলানিতে। কিন্তু পিপাসার্ত কাকের ঠোঁট অত নিচে পৌঁছবে না। তাই সে বুদ্ধি করে ঠোঁটে করে পাথর বয়ে এনে ফেলা শুরু করল পাত্রের ভেতরে। পানিরস্তর ক্রমশ উঁচুতে উঠে এলে পানি পান করল কাকটি। কাকের বুদ্ধিমত্তা প্রমাণ করা ঈশপের গল্পের উদ্দেশ্য ছিল না। কিন্তু এই প্রসঙ্গে প্রশ্ন উঠতে পারে কাক কি বাস্তবেও এতটাই বুদ্ধিমান? সম্প্রতি একটি পরীক্ষায় দেখা গেছে, বাস্তব কাকের বুদ্ধিও গল্পের কাকের চেয়ে কম কিছু নয়। নিউ ক্যালেডোনিয়ান কাকের ওপর এই পরীক্ষাটি পরিচালনা করা হয়েছিল। সেখানে একটি জলভরা পাত্রের মাঝখানে একটি কর্কে মাংসের টুকরো গেঁথে ভাসিয়ে দেয়া হয়। তার কাছে ছেড়ে দেয়া হয়ে একটি ক্ষুধার্ত কাক। দেখা যায়, কাকটি জলের পাত্রে একের পর এক পাথরের টুকরো ফেলে পৌঁছে যাচ্ছে মাংসের টুকরোটির কাছে। অতঃপর ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটির পরিচালিত আরেকটি পরীক্ষায় দেখা গেছে, কাকেরা জটিলতর সমস্যার সমাধানেও সক্ষম। পরস্পর সংযুক্ত দুটি টিউবের একটিতে পাথরের টুকরো ফেললে অন্য টিউবটিতেও পানির স্তর উঠে আসে, এটাও কাক ধারণা করতে পারে বলে এই পরীক্ষার রিপোর্টে দাবি করা হয়েছে। ওই একই পরীক্ষায় উঠে এসেছে আরও চমকপ্রদ তথ্য। ৪ থেকে ১০ বছর বয়সি ৬৪ শিশুকে ওই একই ধরনের সমস্যার সম্মুখীন করে দেখা গেছে যে, ৪ থেকে ৫ বছরের অধিকাংশ শিশু একাধিক প্রচেষ্টার পরও ওই সমস্যার সমাধান করতে পারেনি। তবে মানুষের জন্য সান্ত¡না এটাই যে, মানব শিশুদের ক্ষেত্রে পরীক্ষার শর্তগুলো কিছুটা অন্যরকম ছিল। পরীক্ষা পরিচালনাকারী টিমের প্রধান কোরিনা লোগান জানিয়েছেন, এই বিযয়ে নিশ্চিত সিদ্ধান্তে আসতে আরও পরীক্ষার দরকার। তাই এখনই কাকেদের অধিকতর ধীশক্তিসম্পন্ন প্রাণী বলে মান্য করার কারণ ঘটেনি। ওয়েবসাইট অবলম্বনে।
×