ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বান্দরবানে অপহরণের পর ৩ গরু ব্যবসায়ীকে জবাই

প্রকাশিত: ০৬:০০, ১৯ এপ্রিল ২০১৬

বান্দরবানে অপহরণের পর ৩ গরু ব্যবসায়ীকে জবাই

নিজস্ব সংবাদদাতা, বান্দরবান, ১৮ এপ্রিল ॥ থানছি-আলীকদম সড়ক পথের দুর্গম এলাকা থেকে অপহৃত তিন গরু ব্যবসায়ীর জবাই করা লাশ উদ্ধার এবং তিনজনকে গ্রেফতার করেছে যৌথবাহিনীর সদস্যরা। নিহতরা হলেন মোঃ সাহবুদ্দিন, মোঃ আবু বক্কর ও আবছার আলী। জানা যায়, সোমবার দুপুরে থানছি- আলীকদম সড়কের ২৮ কিলোমিটার এলাকার একটি পাহাড়ী ঝিড়ির পাশ থেকে তিন গরু ব্যবসায়ী মোঃ সাহবুদ্দিন, মোঃ আবু বক্কর ও আবছার আলীর লাশ উদ্ধার করা হয়। তাদের তিনজনকেই জবাই করে হত্যা করা হয়। নিহতরা সবাই আলীকদম উপজেলার বাসস্টেশন এলাকার বাসিন্দা। শনিবার দুপুরে থানছি-আলীকদম সড়কের ২৮ কিলোমিটার এলাকায় মোটরসাইকেলযোগে গরু কিনতে গেলে সন্ত্রাসীরা মোঃ সাহবুদ্দিন, মোঃ আবু বক্কর ও আবছার আলীকে অপহরণ করে। অপহরণের পর পুলিশ ও বিজিবি সদস্যরা গত দুই দিন ধরে তাদের উদ্ধারে অভিযান চালায়। পুলিশ জানায়, অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত দুই দিনে জন ত্রিপুরা, জন রবার্ট ত্রিপুরা ও জসিম ত্রিপুরাকে অপহরণ মামলায় গ্রেফতার করে সোমবার বান্দরবানের আদালতে হাজির করে। এদিকে লাশ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে নিহতদের স্বজনদের মধ্যে কান্নার রোল পড়ে যায়। স্থানীয়রা হতবাক এক সঙ্গে তিনজনকে হত্যার ঘটনায়। এই নির্মম হত্যাকা-ের ঘটনায় পাহাড়ের বাঙালী সংগঠনগুলো মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করতে পারে, এমন আভাস পাওয়া গেছে সমঅধিকার আন্দোলনসহ বিভিন্ন সংগঠনের কাছ থেকে। থানছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, দুর্গম এলাকায় তল্লাশি চালিয়ে আমরা লাশগুলো উদ্ধার করি, তাদের জবাই করে হত্যা করা হয়। জেলার অপহরণের হেডকোয়ার্টার নামে পরিচিত বান্দরবান থানছি- আলীকদম সড়ক পথ থেকে গত ১ জানুয়ারি কাঠ শ্রমিক বোরহান উদ্দিনের লাশ উদ্ধার করে পুলিশ। তাকে অপহরণ করে হত্যা করে সন্ত্রাসীরা। ২ জানুয়ারি সড়কটির ১৩ কিলোমিটার এলাকা থেকে ম্রো ন্যাশনাল পার্টির (এমএনপি) এক সদস্যের লাশ উদ্ধার করে পুলিশ।
×