ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হাতিয়া উপকূলে ক্লিংকারবাহী জাহাজ ডুবে গেছে

প্রকাশিত: ০৬:০৮, ১৮ এপ্রিল ২০১৬

হাতিয়া উপকূলে ক্লিংকারবাহী জাহাজ ডুবে গেছে

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম থেকে সিমেন্ট ক্লিংকার নিয়ে মুন্সীগঞ্জের উদ্দেশে যাত্রা করা একটি লাইটার জাহাজ বঙ্গোপসাগরের হাতিয়া উপকূল এলাকায় নিমজ্জিত হয়েছে। রবিবার সকাল ৯টার দিকে ঘটে এ দুর্ঘটনা। নিরাপদে সরিয়ে নেয়া সম্ভব হয়েছে জাহাজটির ১৩ নাবিককে। চট্টগ্রাম বন্দর লাইটারেজ ঠিকাদার সমিতি সূত্রে জানা যায়, এমভি টিটু-১২ নামের এই লাইটার জাহাজটি চট্টগ্রাম বন্দর বহির্নোঙ্গরের একটি বড় জাহাজ থেকে সিমেন্ট ক্লিংকার বোঝাই করে মুন্সীগঞ্জের উদ্দেশে যাত্রা করে গত শনিবার রাত ৩টার দিকে। জাহাজটিতে ছিল আবুল খায়ের গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান শাহ সিমেন্ট কারখানার কাঁচামাল। হাতিয়ার উপকূলে যাওয়ার পর এক নম্বর বয়ার কাছাকাছি এলাকায় আরেকটি লাইটার জাহাজের ধাক্কায় এটি ডুবে যেতে থাকে। এ সময় আশপাশের চারটি জাহাজের নাবিকরা দ্রুত ছুটে এসে সিমেন্ট ক্লিংকার বোঝাই জাহাজটির ১৩ নাবিককে উদ্ধার করেন। ফলে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সূত্রে জানা যায়, সিমেন্ট ক্লিংকারসহ লাইটার জাহাজটি নিমজ্জিত হয়েছে। ওই পথে নৌযান চলাচল যেন স্বাভাবিক থাকে সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। এছাড়া মালিক পক্ষের সঙ্গে আলাপ করে জাহাজটি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
×