ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ওয়ালটন কাপ গলফ সমাপ্ত

প্রকাশিত: ০৬:৪৫, ১৭ এপ্রিল ২০১৬

ওয়ালটন কাপ গলফ সমাপ্ত

স্পোর্টস রিপোর্টার ॥ সাভার গলফ ক্লাবে পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হয়েছে ওয়ালটন কাপ গলফ টুর্নামেন্টের তৃতীয় আসর। শনিবার সাভার গলফ ক্লাবের অডিটরিয়াম হলে টুর্নামেন্টের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। টুর্নামেন্টের সেরা উইনার হন মেহেদী হাসান। সুপার সিনিয়র গ্রুপে চ্যাম্পিয়ন হন ওয়ালটন গ্রুপের চেয়ারম্যান এসএম নূরুল আলম রেজভী, সিনিয়র গ্রুপে চ্যম্পিয়ন লেফটেন্যান্ট কর্নেল (অব) হাসনাতুল, ভ্যাটেরান গ্রুপের কামালউদ্দিন আহমেদ, ৯ হোল উইনার ক্যাপ্টেন মনির, বেস্ট গ্রস মি. দাই, লেডিস গ্রুপে উইনার তাসফা অর্পা। দুইদিনব্যাপী এই টুর্নামেন্টে অংশ নেন দেশ-বিদেশের প্রায় দুই শতাধিক গলফার। প্রধান অতিথি হিসেবে বিজয়ী গলফারদের হাতে পুরস্কার তুলে দেন ওয়ালটন গ্রুপের চেয়ারম্যান এসএম নূরুল আলম রেজভী। আরও উপস্থিত ছিলেন সাভার সেনানিবাসের জিওসি মেজর জেনারেল ওয়াকার-উজ-জামান। আরও উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের সিনিয়র এডিশনাল ডিরেক্টর ও স্পোর্টস এ্যান্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান এফএম ইকবাল বিন আনোয়ারসহ (ডন) ওয়ালটন গ্রুপ ও সাভার গলফ ক্লাবের অন্য কর্মকর্তারা। স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স স্পোর্টস রিপোর্টার ॥ জাতীয় ক্রীড়া পরিষদ জিমন্যাশিয়ামে অনুষ্ঠিত হয়েছে ‘স্বাধীনতা ও জাতীয় দিবস জিমন্যাস্টিক্স।’ এতে ফ্লোর, প্যারালাল বার ও ভল্টিং টেবিলে বাংলাদেশ আনসারের সাদ্দাম হোসেন, মহিলাদের ফ্লোরে ও ব্যালান্স বিমে বিকেএসপির নুর আক্তার বানু, বালক (অ-১৫) গ্রুপে ফ্লোরে বিকেএসপির সাজিদ হক, ভল্টিং টেবিলে বিকেএসপির মিনহাজুল ইসলাম মীম, বালিকা (অ-১৪) গ্রুপে বিকেএসপির লামিয়া আক্তার ও ব্যালান্স বিমে একই দলের মিফতাহুল জান্নাত ইয়ামা প্রথম হন।
×