ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মস্তকবিহীন লাশ উদ্ধার

খুলনায় ছুরিকাঘাতে আহত পাটকল শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ০৫:৫৬, ১৭ এপ্রিল ২০১৬

খুলনায় ছুরিকাঘাতে আহত পাটকল শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনার দিঘলিয়া উপজেলার একটি বিল থেকে মস্তক বিচ্ছিন্ন এক অজ্ঞাত (৩০) নারী লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে গাজীরহাট ইউনিয়নের পদ্মবিলা ও বামনডাঙ্গা এলাকার বিলের একটি খালের মধ্য থেকে এ লাশ উদ্ধার করা হয়। এদিকে এ্কই উপজেলা এলাকায় অবস্থিত স্টার জুট মিলের এক শ্রমিকের ছুরিকাঘাতে মোঃ সেলিম (৪৮) নামের অপর এক শ্রমিক আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নিয়ে যাওয়ার সময় শুক্রবার রাত ১১ টার দিকে তিনি মারা যান। এ ঘটনার সঙ্গে জড়িত শ্রমিক পলাশকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ জানায়, মেয়েলী ঘটনাকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জের ধরে শুক্রবার সকাল সোয়া ৮টায় স্টার জুট মিলের শ্রমিক মোঃ সেলিমের সঙ্গে একই মিলের শ্রমিক পলাশের বাগ্্-বিত-া হয়। এক পর্যায়ে পলাশ সেলিমকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে স্বজনরা তাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে রাত ১১টার দিকে তার মৃত্যু হয়। পুলিশ এ ঘটনায় অভিযুক্ত শ্রমিক পলাশকে (৩৫) গ্রেফতার করেছে। এদিকে খুমেক হাসপাতালে পোস্টমর্টেম শেষে শনিবার শ্রমিক সেলিমের লাশ গ্রামের বাড়ি বরিশাল জেলার রাজাপুরে পাঠিয়ে দেয়া হয়। নিহত সেলিম ওই গ্রামের ইসহাক আলীর ছেলে। সে স্টার জুট মিলের ব্যাচিং বিভাগে কর্মরত ছিলেন।
×