ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজে অটিজম সচেতনতা নিয়ে সেমিনার

প্রকাশিত: ০৪:৫০, ১৪ এপ্রিল ২০১৬

আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজে অটিজম সচেতনতা নিয়ে সেমিনার

আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজের ব্যবস্থাপনায় কলেজে কর্মরত সামরিক ও বেসামরিক কর্মকর্তা-কর্মচারী এবং ছাত্রছাত্রীদের অংশগ্রহণে অটিজম সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি সেমিনার ও র‌্যালি বুধবার ঢাকা সেনানিবাসের কলেজের লেকচার গ্যালারি-১-এ অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিটি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল গিয়ে শেষ হয়। আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজের কমান্ড্যান্ট মেজর জেনারেল মোঃ ফসিউর রহমান সেমিনারে প্রধান অতিথি হিসেবে অটিজম বিষয়ে মূল্যবান বক্তব্য রাখেন। তিনি বলেন, ছেলেদের মাঝে এই সমস্যা মেয়েদের চেয়ে অনেক বেশি দেখা যায়। অটিজম আক্রান্ত শিশুরা পরিবার, সমাজ, দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই তিনি অটিজম সম্পর্কে সমাজের সকল স্তরে জনসচেতনতা বৃদ্ধির জন্য অংশগ্রহণকারী সকলকে উদাত্ত আহ্বান জানান। সেমিনারে ঢাকা সিএমএইচের মনোরোগ বিশেষজ্ঞ কর্নেল এম কামরুল হাসান অটিজম বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এছাড়া কলেজের অন্য প্রশিক্ষক এবং ছাত্রছাত্রীগণ অটিজম সম্পর্কে আলোচনায় অংশগ্রহণ করেন। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণের ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন। -আইএসপিআর ঢাবির হাকিম চত্বরে আজ চাকায় চড়ে ঢাকায় বৈশাখী খাবার বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে আজ পহেলা বৈশাখ-১৪২৩ বঙ্গাব্দে ভিজিট বাংলাদেশ-২০১৬-এর দিন পঞ্জিকার অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে দিনব্যাপী আয়োজিত হবে ‘চাকায় চড়ে ঢাকায়-বৈশাখী খাবার’। এই আয়োজনে হরেক রকম বাহারি-বাঙালী খাবার তৈরি বিক্রি ও প্রদর্শনীতে অংশগ্রহণ করবেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের ন্যাশনাল হোটেল এ্যান্ড ট্যুরিজম ট্রেইনিং ইনস্টিটিউটের প্রশিক্ষণার্থীগণ। স্বাস্থ্যকর ও সুস্বাদু বাঙালী খাবার পরিবেশিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে ফুড ক্যারাভ্যানের মাধ্যমে। আয়োজনটির অন্যতম অংশ হিসেবে থাকছে সেলফি কর্ণার এবং নানা নক্সার ফ্রেম। বাঙালীদের সংস্কৃতি ও কৃষ্টির একটি বিশাল অংশজুড়ে রয়েছে ভোজন-বিলাসের উপস্থিতি। খেতে ভালবাসে না এমন বাঙালী পাওয়া মুশকিল। বাঙালীদের এই ভোজন অনুরাগকে মাথায় রেখেই পহেলা বৈশাখে অসাধারণ ও ভিন্নধর্মী আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। -বিজ্ঞপ্তি
×