ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

উত্তরা ১৮ নম্বরে ৮৪০ ফ্ল্যাট হস্তান্তর ডিসেম্বরে

প্রকাশিত: ০৮:১৮, ১৩ এপ্রিল ২০১৬

উত্তরা ১৮ নম্বরে ৮৪০ ফ্ল্যাট হস্তান্তর ডিসেম্বরে

স্টাফ রিপোর্টার ॥ চলতি বছরের ডিসেম্বরে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের উত্তরা ১৮ নম্বর সেক্টরে নির্মাণাধীন এ্যাপার্টমেন্ট প্রকল্পের ৮৪০টি ফ্ল্যাট হস্তান্তর করা হবে। এছাড়া ২০১৭ সালের জুন মাসে আরও ১ হাজার ৫০০টি এবং অবশিষ্ট ৪ হাজার ২৯৬টি ফ্ল্যাট ২০১৮ সালের জুন মাসের মধ্যে হস্তান্তর করা হবে। মঙ্গলবার গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন উত্তরায় ফ্ল্যাটের নির্মাণ কাজ পরিদর্শনকালে এ তথ্য জানান। মন্ত্রী বলেন, বেসরকারীভাবে নির্মাণ করা ফ্ল্যাটের চেয়ে এসব ফ্ল্যাটের মূল্য অনেক কম নির্ধারণ করা হয়েছে। মধ্যবিত্তদের আবাসনের বিষয়কে গুরুত্ব দিয়ে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ ফ্ল্যাটের প্রতি বর্গফুটের মূল্য ধরা হয়েছে ৪ হাজার ৮০০ টাকা। এর মধ্যে অর্ধেক মূল্য সুদমুক্তভাবে চার বছরের মধ্যে পরিশোধ করতে হবে। অবশিষ্ট মূল্য শতকরা ৮-৯ ভাগ সুদে আট বছরে কিস্তিতে পরিশোধ করতে হবে। তবে নির্মাণ কাজ শেষ হলে অর্ধেক মূল্য পরিশোধ করেও ফ্ল্যাট বুঝে নেয়া যাবে। উত্তরা এ্যাপার্টমেন্ট প্রকল্পের অবিক্রীত ফ্ল্যাট বিক্রির উদ্যোগ ॥ এদিকে সংসদ রিপোর্টার জানান, এদিকে জানান, গণমাধ্যমে বিজ্ঞাপন প্রচার ও বিপণন প্রচার কার্যক্রমের মাধ্যমে উত্তরা এ্যাপার্টমেন্ট প্রকল্পের অবিক্রীত ফ্ল্যাট বিক্রির উদ্যোগ নিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এর পাশাপাশি রোড শো আয়োজনের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মোঃ দবিরুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে কমিটি সদস্য মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, কামাল আহমেদ মজুমদার, এ কে এম ফজলুল হক, মোঃ আবু জাহির, আবু সালেহ মোহাম্মদ সাঈদ (দুলাল) ও নূর-ই-হাসনা লিলি চৌধুরী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
×