ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এএফসি কাপ

এবার লড়ে হারল শেখ জামাল

প্রকাশিত: ০৬:৩৩, ১৩ এপ্রিল ২০১৬

এবার লড়ে হারল শেখ জামাল

স্পোর্টস রিপোর্টার ॥ এএফসি কাপে টানা চতুর্থ হারের মুখ দেখল বাংলাদেশ প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়ন শেখ জামাল ধানম-ি ক্লাব। মঙ্গলবার মালয়েশিয়ায় অনুষ্ঠিত গ্রুপ ডি’র খেলায় মালয়েশিয়ার সেলানগোরের কাছে ২-১ গোলে হারে শেখ জামাল। দ্বিতীয়ার্ধে দুই দলই দশ জনের দলে পরিণত হয়। সেলানগোরের হাফিজ লাল কার্ড দেখেন। পরে একই অবস্থা হয় জামালের ডিফেন্ডার ইয়াসিন খানেরও। খেলার ১৬ মিনিটে আহমেদ হাজওয়ান বাকরির গোলে এগিয়ে যায় সেলানগোর (১-০)। ৩৬ মিনিটে জামালের গাম্বিয়ান ফরোয়ার্ড ল্যান্ডিং ডার্বোয়ে সমতা আনেন (১-১)। ৮৯ মিনিটে সেলানগোরের প্যাট্রিক ওয়েহ একক প্রচেষ্টায় জয়সূচক গোলটি (২-১)। এর আগে ট্যাম্পাইন্স রোভার্সের কাছে ৪-০, সেরেস লা সালের কাছে ২-০, সেলানগোরের কাছে হোম ম্যাচে ৪-৩ গোলে হেরেছিল জামাল। স্বাগতিক সেলানগোর ফুটবল ক্লাবের বিপক্ষে মাঠে নামার আগে শেখ জামালের কোচ শফিকুল ইসলাম মানিককে একাদশ সাজাতে হিমশিম খেতে হয়েছে! খেলোয়াড়ই নিয়ে গেছেন মাত্র ১৬ জন! এএফসিতে নিবন্ধিত নিজেদের ১৪ জনের সঙ্গে শেষ মুহূর্তে কোচ পান শেখ রাসেলের জামাল ভূঁইয়া ও ঢাকা আবাহনীর তপু বর্মণকে। উল্লেখ্য, ম্যাকাওয়ের বেনফিকা ও স্বাগতিক কিরগিজ ক্লাব এফসি আলগাকে টপকে প্লে অফের ছাড়পত্র পেয়েছিল শেখ জামাল। বেনফিকা ডি ম্যাকাও ক্লাবকে ৪-১ গোলে এবং আলগার সঙ্গে ১-১ গোলে ড্র করে। এএফসি কাপের প্লে অফ বাছাইয়ে খেলেছিল জামাল। কিরগিজস্তানের বিশকেকে ম্যাচ ড্র করে তা উতরে যায়। পরবর্তীতে ভাগ্য গুণে প্লে অফ খেলতে হয়নি। সরাসরি চূড়ান্ত পর্বে। এএফসি কাপে চ্যাম্পিয়ন দল প্রাইজমানি হিসেবে পাবে সাড়ে তিন লাখ ডলার। রানার্সআপ দল পাবে আড়াই লাখ ডলার। সেমিফাইনালিস্ট, কোয়ার্টার ফাইনালিস্ট এবং সেরা ১৬ অবস্থান করা দলগুলো পাবে যথাক্রমে ৪০, ২৫ এবং ১৫ হাজার ডলার করে।
×