ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

যশোরে পুলিশ সুপারকে প্রত্যাহার দাবি

প্রকাশিত: ০৬:২১, ১৩ এপ্রিল ২০১৬

যশোরে পুলিশ সুপারকে প্রত্যাহার দাবি

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরে নির্বাচনী সহিংতায় আব্দুস সাত্তার বিশে (৭০) নিহতের ঘটনায় যশোর শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমাম হাসান লাল জড়িত নয় বলে দাবি করেছেন শহর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। তাকে ফাঁসানো হয়েছে দাবি করে মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করেছেন দলটির নেতৃবৃন্দ। প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে শহর আওয়ামী লীগের নেতৃবৃন্দ জানান, ৩১ মার্চ সদর উপজেলার সকল ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। কিন্তু এর মধ্যে চাঁচড়া ইউনিয়নের চাঁচড়া ভাতুড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গুলিতে আবদুস সাত্তার বিশে নামে একজন বৃদ্ধ নিহত হয়েছে। এ ঘটনায় আওয়ামী লীগের কোন নেতাকর্মী জড়িত নয়। অথচ ঘটনার পর মামলায় ষড়যন্ত্রমূলকভাবে শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমাম হাসান লালকে ফাঁসানো হয়েছে। যশোরের পুলিশ সুপার ‘ষড়যন্ত্রমূলক’ মামলা দিয়ে আওয়ামী লীগের জনপ্রিয় নেতাকর্মীদের হয়রানি করছে বলেও অভিযোগ করেন নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শহর আওয়ামী লীগের সহ সভাপতি সোহেল শামীম। পুলিশ সুপারকে যশোর থেকে প্রত্যাহারেরও দাবি জানানো হয়। উপস্থিত ছিলেন শহর আওয়ামী লীগের সহসভাপতি শেখ গোলাম মোহম্মদ খোকন, সৈয়দ ওসমান মঞ্জুর, রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক কাজী শহীদুল হক শাহীন, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আসাদুজ্জান বাবুল প্রমুখ। আহলে হাদিসের চার কর্মীকে মারধর নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১২ এপ্রিল ॥ ইসলামবিরোধী কার্যকলাপের অভিযোগ এনে আহলে হাদিস অনুসারী চার কর্মীকে মারধর করা হয়েছে। এর মধ্যে হাবিবুর রহমান গুরুতর জখম হয়েছে। তাকে চড়-থাপ্পড়, কিল-ঘুষি এবং কাঠের মুগুর দিয়ে আঘাত করা হয়েছে। সোমবার রাত আটটার সময় মসজিদ থেকে নামিয়ে হাবিবকে মারধর করা হয়। বাকিদের সোমবার সন্ধ্যায় মাগরিব নামাজের আগে অর্ধশত মুসল্লি হামলা চালিয়ে মারধর করে। এছাড়া আড়াই শতাধিক মুসল্লিসহ মাদ্রাসা শিক্ষার্থী আহলে হাদিস অনুসারীদের কর্মকা- বন্ধের দাবিতে মঙ্গলবার বেলা ১১টার দিকে বিক্ষোভ মিছিল করে। মিছিলটি সুগডুগি গ্রাম থেকে শুরু করে চাপলী বাজারে গিয়ে শেষ হয়। বর্তমানে সেখানে চরম উত্তেজনা বিরাজ করছে। মিছিল চলাকালে আহলে হাদিস অনুসারী দোকানি জবিউল হক দোকানপাট বন্ধ করে সটকে পড়ে। বর্তমানে আহলে হাদিস অনুসারীরা রয়েছেন চরম নিরাপত্তাহীন অবস্থায়।
×