ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ট্রাক চাপায় ট্রাফিক পুলিশের পা বিচ্ছিন্ন

প্রকাশিত: ০৪:০৪, ১৩ এপ্রিল ২০১৬

ট্রাক চাপায় ট্রাফিক পুলিশের পা বিচ্ছিন্ন

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুক্তারপুরে (সেতুর ঢালে) কর্মরত ট্রাফিক পুলিশের দু’পা বিচ্ছিন্ন করেছে ঘাতক ট্রাক। মুমূর্ষু অবস্থায় ট্রাফিক পুলিশ কুবাদ আলী ভূইয়াকে (৪৭) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর থানার ওসি ইউনুচ আলী জানান, ট্রাফিক পুলিশের দু’পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ঘাতক চালক জয়নুল আবেদীনকে পুলিশ আটক করেছে। তিন মাদকসেবীর দণ্ড নিজস্ব সংবাদদাতা, রায়পুর, লক্ষ্মীপুর, ১২ এপ্রিল ॥ রায়পুরে প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে এক চেয়ারম্যান প্রার্থীর ছেলেসহ তিন মাদকসেবীকে বিনাশ্রম কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শামীম হোসেন এ দ- প্রদান করেন। সোমবার রাতে রায়পুর বাজারের গোডাউনের পেছন থেকে গাঁজা সেবনের সময় শাকিল পাঠান, এহসান মাহমুদ রনি ও মাসুমকে পুলিশ গ্রেফতার করে। ট্রাকের চাপায় কাঠ শ্রমিকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, কেশবপুর, ১২ এপ্রিল ॥ মঙ্গলবার দুপুরে কেশবপুরের বাঁশবাড়িয়া বাজারের পাশে কাঠ বোঝাই ট্রাক উল্টে এক শ্রমিক ঘটনাস্থলেই মারা গেছে। তার নাম আব্দুল মোড়ল (৪৫)। তিনি উপজেলার মধ্যকূল গ্রামের মোছাবদি মোড়লের পুত্র। এ সময় অপর শ্রমিক ফিরোজ আহম্মেদ আহত হয়েছে। অস্ত্রসহ জলদস্যু আটক নিজস্ব সংবাদদাতা, ভোলা, ১২ এপ্রিল ॥ ভোলার দক্ষিণ বালিয়া গ্রাম থেকে জলদস্যু কামালকে পুলিশ গ্রেফতার করেছে। এ সময় তার কাছ থেকে ২টি সাটার গান উদ্ধার করা হয়। এ ব্যাপারে ভোলা থানায় মঙ্গলবার সকালে একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাতে তারা স্থানীয় লোকজনের সহায়তায় তাকে গ্রেফতার করে পুলিশ। কারেন্টজালসহ ৫৯ জেলে আটক নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ১২ এপ্রিল ॥ চাঁদপুরের মেঘনা নদীতে জাটকা নিধনের অপরাধে ৫৯ জেলে আটক ও ২ লাখ মিটার কারেন্টজাল জব্দ করা হয়েছে। মঙ্গলবার ভোর ৫টা থেকে বেলা ১১টা পর্যন্ত কোস্টগার্ড চাঁদপুর স্টেশন টহল সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে মেঘনা নদীর মোহনা, আখনেরহাট, হরিণা ফেরিঘাট, হাইমচর, আলুবাজার, লগিমারার চর, কাটাখালী, চরভৈরবী, এখলাসপুর, মোহনপুর, রাজরাজেশ্বর, মাদ্রাসা লঞ্চঘাট থেকে এসব জেলেদের আটক করেন। দুই ভুয়া র‌্যাব আটক নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১২ এপ্রিল ॥ গোবিন্দগঞ্জ উপজেলায় নিজেদের র‌্যাব-১২ সদস্য পরিচয় দেয়ার অভিযোগে রুবেল মিয়া ও রবিউল ইসলাম নামে দুই যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থাকা একটি মাইক্রোবাস আটক করা হয়। গোবিন্দগঞ্জ-দিনাজপুর অঞ্চলিক মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ কাটা মোড় এলাকা থেকে সোমবার রাতে তাদের আটক করা হয়। আটক রুবেল মিয়া বগুড়া সদর উপজেলার বালুপাড়া গ্রামের দুদু প্রামাণিকের ছেলে ও রবিউল ইসলাম বগুড়ার শিবগঞ্জ উপজেলার করাতকোল গ্রামের বেলাল হোসেনের ছেলে। সড়ক পাকাকরণ উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১২ এপ্রিল ॥ সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা-রংপুর সড়কের শ্মশানকান্দি সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়। সোমবার ফলক উন্মোচনের মাধ্যমে কাজের উদ্বোধন করেন মন্জুরুল ইসলাম লিটন এমপি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আবুল মুনছর, বামনডাঙ্গা ইউপি চেয়ারম্যান এমএ মতিন সরকার, সাংবাদিক হাবিবুর রহমান হবি প্রমুখ। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মানববন্ধন স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ অষ্টম জাতীয় বেতন স্কেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবমূল্যায়ন ও বেতন বৈষম্য সৃষ্টির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা। মঙ্গলবার বেলা ১০টা থেকে রাজশাহী নগরভবনের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচী পালন করা হয়। ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) আয়োজনে মানববন্ধন কর্মসূচীর পর রাজশাহী জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। আইডিইবি’র জেলা সভাপতি কবির উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, নওশের আলী, সমাজ কল্যাণ সম্পাদক মনসুর রহমান ও দফতর সম্পাদক ময়নুল হক। পুলিশ কনস্টেবলের আত্মহত্যা স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ মেট্রোপলিটন পুলিশের কনস্টেবল আল আবিদ (২০) নিজবাসার ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। নিহতের লাশের ময়নাতদন্ত শেষে মঙ্গলবার সকালে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জানা গেছে, নগরীর ব্যাপ্টিষ্ট মিশন রোডের আলিয়া মঞ্জিলের নিজবাসায় কনস্টেবল আল আবিদ আত্মহত্যা করেন। তার পিতা আব্দুল হাকিম হাওলাদার অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার। তবে আত্মহত্যার কোন কারণ জানা যায়নি। অসুস্থ শ্রমিককে চিকিৎসা সহায়তা স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ পক্ষাঘাতগ্রস্ত অসুস্থ ইমারত নির্মাণ শ্রমিক আব্দুল করিমকে বসুন্ধরা গ্রুপের মেঘনা সিমেন্ট লিমিটেডের থেকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে চিকিৎসা সহায়তার অর্থের চেক হস্তান্তর করেন জেলা এরিয়া ম্যানেজার মাসুদুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ নেতা ও ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা কাজিউল ইসলাম। প্রতীকে অগ্নিসংযোগ নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ১২ এপ্রিল ॥ সদর উপজেলার তুলারাপুর ইউনিয়নের গাবতলায় আ’লীগ সমর্থিত প্রার্থীর নৌকায় এবং ব্যানারে অগ্নি সংযোগের ঘটনা ঘটে। সোমবার রাতে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। এলাকবাসী জানায়, সোমবার রাতে তুলারামপুর ইউনিয়নে আ’লীগের চেয়ারম্যান প্রার্থী বুলবুল আহমেদের নির্বাচনী অফিসের সামনে রাখা নৌকা ও ব্যানার পুড়িয়ে দেয় স্বতন্ত্রপ্রার্থী টিপু সুলতান (ঘোড়া) প্রতীকের সমর্থকরা। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্বতন্ত্রপ্রার্থী টিপু সুলতান তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, আমি গত পাঁচ বছর চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি। তারা আমাকে ভোট দিয়ে জয় লাভ করাবে। আমার জনপ্রিয়তার ভয়ে হয়রানি করার জন্য মিথ্যা অভিযোগ করা হচ্ছে। সিলেটে ডাকাতি স্টাফ রিপোটার, সিলেট অফিস ॥ নগরীর আখালিয়া নিহারীপাড়ায় মঙ্গলবার ভোরে ডি ব্লকের ৪১নং বাসায় ডাকাতি হয়েছে। এ সময় ডাকাত দল ১১ ভরি স্বর্ণ, ৪৯ হাজার টাকা, কয়েকটি মোবাইলসহ অন্যান্য মালামাল লুট করে। বাসার মালিক হাজী লিয়াকত আলী জানান, রাত সাড়ে ৩টার দিকে ঘরের পেছনের গ্রিল কেটে ৫ ডাকাত ঘরে প্রবেশ করে। আহত গৃহবধূর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ১২ এপ্রিল ॥ লোহাগড়া উপজেলার দিঘলিয়া গ্রামে ডাকাতের হামলায় আহত গৃহবধূ অলকা সাহা (৫০) মারা গেছেন। সোমবার রাতে ঢাকার পান্থপথের হেলথ এ্যান্ড হোম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ডাকাতদের হামলায় গৃহবধূ অলকা সাহার হত্যার প্রতিবাদ এবং জড়িতদের অবিলম্বে আটক ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসী মঙ্গলবার সকালে মানববন্ধন কর্মসূচী পালন করেন। জানা গেছে, বৃহস্পতিবার রাতে লোহাগড়ার দিঘলিয়া গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক দিলীপ সাহার বাড়িতে ১০/১২ জনের একদল ডাকাত চড়াও হয় এবং বাড়ির গ্রিল কেটে ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে আলমারিতে রাখা ১২ হাজার টাকা ও ৪ ভরি স্বর্ণ লুট করে। বাধা দেয়ায় ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে দিলীপ সাহা (৬৭) ও তার স্ত্রী অলকা সাহাকে (৫৫) কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। তক্ষকসহ গ্রেফতার ৬ নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ১২ এপ্রিল ॥ পুলিশ সোমবার রাতে জেলা শহরের বারহাট্টা রোড এলাকা থেকে একটি তক্ষক ও একটি মাইক্রোবাসসহ ছয় তক্ষক ব্যবসায়ীকে আটক করেছে। এদের মধ্যে এক নারী ও পাঁচ পুরুষ। আটককৃতরা হচ্ছেÑ কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি গ্রামের শহিদুল ইসলাম, তার স্ত্রী রাহিমা, চট্টগ্রামের পটিয়া উপজেলার সাতবাড়িয়া গ্রামের পিয়ার মিয়া ওরফে আব্দুল মালেক, গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার বেদগাঁও গ্রামের অনিক বিশ্বাস, পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার উত্তরছাসিয়া গ্রামের আকাশ হালদার ও মাইক্রোবাসের ড্রাইভার নেত্রকোনা সদর উপজেলার পলাশহাটি গ্রামের আব্দুস সাত্তার। মঙ্গলবার প্রত্যেককে আদালতে সোপর্দ করা হয়েছে।
×