ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ব্যাঙ্গালুরু-হায়দরাবাদ ম্যাচ আজ

মুস্তাফিজের আইপিএল মিশন শুরু

প্রকাশিত: ০৬:৫৪, ১২ এপ্রিল ২০১৬

মুস্তাফিজের আইপিএল মিশন শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ মুস্তাফিজুর রহমানের আলোচিত আইপিএল-মিশন শুরু আজ। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মুখোমুখি টাইগার-পেসারের সানরাইজার্স হায়দরাবাদ। ব্যাঙ্গালুরুর ঘরের মাঠ এম চেন্মাস্বামী স্টেডিয়ামে খেলা শুরু বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। সর্বোপরি নবম আইপিএলের তৃতীয় ম্যাচ এটি। মুস্তাফিজের অধিনায়ক মারকাটারি অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার (বিকল্প, শিখর ধাওয়ান)। আর ব্যাঙ্গালুরুর নেতৃত্বে ‘সুপার ইন্ডিয়ান’ উইলোবাজ বিরাট কোহলি; আছেন এবি ডি ভিলিয়ার্স-ক্রিস গেইল, অভিষেক ম্যাচেই তাই কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছেন ২০ বছর বয়সী বাঁহাতি পেসার। অবশ্য মুস্তাফিজকে যে খেলানো হবেই, সেই নিশ্চয়তা মেলেনি। কারণ দলে আছেন ট্রেন্ট বোল্ট-আশিষ নেহরার মতো বিশ্বখ্যাত পেসার, দুজনই আবার বাঁহাতি। তার ওপর কলকাতা নাইট রাইডার্স তাদের প্রথম ম্যাচে সাকিব-আল হাসানের সুযোগ খেলায়নি! যদিও পেসারদের প্রাধান্য দিয়ে দিল্লী ডেয়ারডেভিলসের বিপক্ষে সহজ জয়ই পেয়েছিল নাইটরা। তবে আসর শুরুর আগে হায়দরাবাদ কোচ টম মুডি মুস্তাফিজের ভূয়সী প্রশংসা করেছিলেন। বাংলাদেশী কাটার-মাস্টারকে বড় ম্যাচের ম্যাচ-উইনার বলে আখ্যা দেন সাবেক অসি-অলরাউন্ডার। বিশ্বকাপে নিজের সর্বশেষ আন্তর্জাতিক খেলাগুলোতেও বল হাতে আগুনের হল্কা ছোটান মুস্তাফিজ। সুতরাং আজ প্রথম ম্যাচেই নেহরার জুটি হয়ে মুস্তাফিজকে মাঠে দেখলে অবাক হওয়ার কিছু নেই। অস্ট্রেলিয়ার ১৯৯৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য মুডি যেমন বলেন, ‘টি২০ বিশ্বকাপে মুস্তাফিজের সঙ্গে আমার দেখা হয়েছিল। দারুণ প্রতিভাবান, শেখার জন্য উদগ্রীব। সবচেয়ে ইতিবাচক এতটুকু বয়সেই ও বড় ম্যাচগুলোকে বেশ সহজভাবে নিতে পারে। এশিয়া কাপেও আমরা তা দেখেছি। এক কথায় দুর্দান্ত এক বাঁহাতি পেসার। ওকে পেয়ে আমরা খুশি।’ ভারতীয় সংবাদ মাধ্যমে ইতোমধ্যে মুস্তাফিজকে হায়দরাবাদের ‘ফায়ার পাওয়ার’ বলে আখ্যা দিয়েছে। স্থানীয় মিডিয়া ভারতের বাংলাদেশ সফরে সেই অবিশ্বাস্য বোলিং, এশিয়া কাপ ও বিশ্বকাপ প্রসঙ্গ টেনে এনেছে। ফেব্রুয়ারির প্রথম দিকে ৫০ লাখ রুপী ভিত্তিমূল্যের মুস্তাফিজকে ১ কোটি ৪০ লাখ রুপী দিয়ে কিনে নেয় হায়দরাবাদ। টাইগার-পেসারকে পেয়ে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন ফ্র্যাঞ্চাইজিটির পরামর্শক ভিভিএস লক্ষণ। ভারতের সাবেক ক্ল্যাসিক্যাল ব্যাটসম্যান বলেন, ‘মুস্তাফিজকে পেয়ে আমরা দারুণ খুশি। নেহরা-বোল্ট-স্রানের সঙ্গে ও যোগ দেয়ায় আমাদের পেস আক্রমণের চেহারটাই পাল্টে যাবে।’ আব্দুর রাজ্জাক, মোহাম্মদ আশরাফুল, মাশরাফি বিন মর্তুজা, সাকিব-আল হাসান ও তামিম ইকবালের পর ষষ্ঠ ক্রিকেটার হিসেবে আইপিএলে পা রেখেছেন মুস্তাফিজ। এর আগে পাকিস্তান সুপার লীগে (পিএসএল) দল পেলেও ইনজুরির জন্য খেলা হয়নি। সে অর্থে এক বছরেরও কম সময়ে আন্তর্জাতিক খ্যাতি পেয়ে যাওয়া মুস্তাফিজের এটি প্রথম বিদেশী টুর্নামেন্টে অংশগ্রহণ। উল্লেখ্য, ন্যাটওয়েস্ট ব্ল্যাস্ট টি২০ টুর্নামেন্টে ইংলিশ কাউন্টি দল সাসেক্সে খেলার জন্য ডাক পেয়েছেন হালের এই পেস বিস্ময়। নিজের আইপিএল মিশন নিয়ে লাজুক স্বভাবের মুস্তাফিজ বলেন, ‘বেশি কিছু ভাবছি না। সুযোগ পেলে মাঠে নামব, নিজের সামর্থ্য মতো বল করব!’ তবে হিন্দী ও ইংরেজীতে দুর্বলতা নিয়ে কিছুটা অস্বস্তি তার। গত বছর এপ্রিলে ঢাকায় পাকিস্তানের বিপক্ষে টি২০ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট পা রাখেন মুস্তাফিজ। পরের মাসে ভারতের বিপক্ষে সিরিজ দিয়ে ওয়ানডে অভিষেক। মিরপুরে প্রথম ম্যাচে ৫ ও দ্বিতীয়টিতে ৬ উইকেট নিয়ে তাক লাগিয়ে দেন। তিন ম্যাচে তার শিকার সংখ্যা ১৩! ৯ ওয়ানডেতে নিয়েছেন ২৬ উইকেট, ১৩ টি২০তে ২২ ও ২ টেস্টে ৪। আইপিএলে মুস্তাফিজকে দেখতে তাই বাংলাদেশ-ভারত তো বটেই গোটা ক্রিকেট বিশ্বই মুখিয়ে। তার দলে আছেন যুবরাজ সিং (ইনজুরিতে), শিখর ধাওয়ান, কেন উইলিয়ামসন ও ইয়ন মরগানের মতো ক্রিকেটার। প্রতিপক্ষ ব্যাঙ্গালুরুতে কোহলি-গেইল ছাড়া শেন ওয়াটসন, এ্যাডাম মিলনে, স্যামুয়েল বদ্রী (অনিশ্চিত), স্টুয়ার্ট বিনি, ডেভিড ওয়াইজ পরিচিত মুখ।
×