ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে অজ্ঞান

প্রকাশিত: ০৪:০১, ৯ এপ্রিল ২০১৬

আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে অজ্ঞান

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ৮ এপ্রিল ॥ আওয়ামী লীগ নেতা মিহির চক্রবর্তীকে দুর্বৃত্তরা পিটিয়ে অজ্ঞান করেছে। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। মিহির চক্রবর্তী উপজেলার দক্ষিণ ভূর্ষি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে উপজেলার দক্ষিণ ভূর্ষির নিজ গ্রামের বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। জানা গেছে, বৃহস্পতিবার রাতে দক্ষিণ জেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডাঃ তিমির বরণ চৌধুরীর বাবা সুনীল চৌধুরীর স্মরণে ‘সংস্কার হলো শ্মশান’ নাটকের আয়োজন করা হয়। উপজেলা যুবলীগ সভাপতি সেলিম চেয়ারম্যানসহ আ’লীগ নেতা মিহির চক্রবর্তী নাটক দেখতে যান। নাটকের মাঝপথে রাত দেড়টার দিকে মিহির বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা একা পেয়ে তাকে পিটিয়ে রক্তাক্ত করে অজ্ঞান করে। রাবি বাংলা বিভাগের এ্যালামনাই রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) বাংলা বিভাগের এ্যালামনাই ও প্রথম সম্মিলনের প্রথম দিনের উদ্বোধন পর্ব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন সাবেক উপাচার্য অনুষ্ঠানের উদ্বোধক প্রফেসর ড. আবদুল খালেক। বাংলা বিভাগ এ্যালামনাইয়ের আহ্বায়ক প্রফেসর ড. পি এম সফিকুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন এ্যালামনাই সচিব প্রফেসর সরকার সুজিত কুমার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপাচার্য ড. মুহম্মদ মিজানউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. চৌধুরী সারওয়ার জাহান, বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর জুলফিকার মতিন প্রমুখ। পার্বত্য বাঙালী সংগ্রাম পরিষদের আত্মপ্রকাশ পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ পার্বত্য বাঙালী সংগ্রাম পরিষদ নামে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। শুক্রবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনটির নাম প্রকাশ করা হয়। এ সময় সংবাদ সম্মেলনে ৭ দফা দাবি পেশ করেন পার্বত্য বাঙালী সংগ্রাম পরিষদ ও সহযোগী সংগঠন পার্বত্য বাঙালী ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবদুল মমিন। এ সময় কেন্দ্রীয় আহ্বায়ক সাহাজল ইসলাম সজল, সদস্য সচিব মোঃ মহিউদ্দিন, ছাত্র সংগ্রাম পরিষদের জেলা কমিটির আহ্বায়ক এসএম মাসুম রানাসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ব্যাংকে অগ্নিকা- নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ৮ এপ্রিল ॥ অগ্রণী ব্যাংক শাখায় বৃহস্পতিবার রাতে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে জেনারেটর ও কিছু কাগজপত্র পুড়ে গেছে। শহরের স্টেশন রোডের একটি দু’তলা ভবনে অবস্থিত ব্যাংকটিতে রাত সাড়ে ৯টার দিকে আগুন লাগে। কলেজছাত্র চারদিন নিখোঁজ নিজস্ব সংবাদদাতা, সাভার, ৮ এপ্রিল ॥ ধামরাইয়ের বারপাইখা গ্রামে আশুলিয়ার সিটি ইউনিভাসির্টির জসিম উদ্দিন বাবু নামের এক কলেজছাত্র চারদিন ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় শুক্রবার ওয়াসিম নামে অপর এক কলেজছাত্রকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। নিখোঁজ বাবু আশুলিয়ার দত্তপাড়াস্থ ‘সিটি ইউনিভার্সিটি’র কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ সেমিস্টারের ছাত্র। নিখোঁজ কলেজছাত্রের পরিবারের সদস্যরা জানান, ৫ এপ্রিল বারপাইখা গ্রাম থেকে বাবু নিখোঁজ হয়। ছাত্রলীগ কর্মীর বাসায় হামলা স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ নগরীর আখালিয়া নোয়াপাড়া এলাকায় ছাত্রলীগ কর্মী সুমন ইসলামের বাসায় প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত ও মালামাল লুটপাটের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ১টার দিকে ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের তালতলা গ্রুপের সুজেল তালুকদারসহ বেশ কয়েক ক্যাডার ছাত্রলীগের কাশমির গ্রুপের কর্মী সুমন ইসলামের বাসায় গিয়ে হামলা চালায়। এতে সুমন ইসলামের মা লিলুফা বেগম, বোন রোকিয়া বেগম ও ছোট ভাই রাজন ইসলাম আহত হন। পরে তাদের সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সুমন ইসলাম জানান, রাত ১২টার দিকে নোয়াপাড়া এলাকা থেকে সুমনের ছোট ভাই রাজন ইসলামের মোবাইল ফোন ছিনতাই করে সুজেল তালুকদার অনুসারী বাবলু। পরে স্থানীয় জনতা তাকে গণধোলাই দিয়ে মোবাইল উদ্ধার করে। এ ঘটনার জের ধরেই রাত ১টার দিকে সুমনের (নোয়াপাড়া বন্ধন বি ১৬) বাসায় হামলা চালায় সুজলসহ আরও কয়েকজন। বিদ্যুতস্পৃষ্টে যুবকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, সাভার, ৮ এপ্রিল ॥ আশুলিয়ায় বিদ্যুতপৃষ্ট হয়ে সবুজ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে আশুলিয়া থানাধীন গাজীরচট এলাকার ‘শেরআলী’ মার্কেটে এ ঘটনা ঘটে। জানা গেছে, রাতে শেরআলী টিনশেড মার্কেটে কাজ করার সময় বিদ্যুতপৃষ্ট হয় সবুজ। এতে সে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। নির্যাতন মামলায় স্বামী গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ৮ এপ্রিল ॥ স্ত্রী নির্যাতন মামলায় আতিকুর রহমান আতিক নামে এক আসামিকে নারীসহ গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে মাগুরার শ্রীপুর উপজেলার টুপিপাড়া গ্রাম থেকে ঝিনাইদহের পুলিশ তাকে গ্রেফতার করে। ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, আতিকুর রহমানের সঙ্গে ঝিনাইদহ শহরের আলহেরা পাড়ার আহসান হাবীব জোয়ার্দ্দারে মেয়ে উম্মে সালমা রুমীর বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য সে স্ত্রীর ওপর নানাভাবে নির্যাতন চালাত। শুক্রবার ভোরে তাকে মাগুরার শ্রীপুর উপজেলার টুপিপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে এক নারিসহ গ্রেফতার করা হয়। নারীকে স্থানীয় ইউপি ইউনিয়নের চেয়ারম্যানের হেফাজতে রেখে আসা হয়। ডাকাতি ॥ দম্পতি জখম নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ৮ এপ্রিল ॥ লোহাগড়া দিলীপ কুমার সাহা ও অলোকা রানী সাহা নামে স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম করে অর্থ স্বর্ণালঙ্কারসহ ৯ লাখ টাকার মালামাল লুট করে নিয়েছে ডাকাত দল। শুক্রবার ভোরে উপজেলার দিঘলিয়া গ্রামের সাহা পাড়ায় এ ঘটনা ঘটে। আহত দুজনকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়েছে। প্রাক্তন স্কুল শিক্ষক দিলীপ কুমার সাহা জানান, শুক্রবার ভোরে ১০ থেকে ১২ জনের ডাকাত দল জানালার গ্রিল ভেঙ্গে ঘরে প্রবেশ করে আলমারি ভেঙ্গে নগদ পাঁচ লাখ টাকা ও ছয় ভরি স্বর্ণালঙ্কার লুট করে। প্রতিরোধ করতে গেলে দুজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। বরিশালে দুই বোন নিখোঁজ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ উপজেলার পয়সা মাধ্যমিক বিদ্যালয়ের স্কুলছাত্রী দুই বোন বৃহস্পতিবার থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। এ ঘটনায় শুক্রবার সকালে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। জানা গেছে, পশ্চিম পয়সা গ্রামের বাচ্চু খন্দকারের কন্যা রুপা খানম (১৪) ও তার ছোট বোন একই স্কুলের লাবনী খানম (১২) বৃহস্পতিবার দুপুরে স্কুলের ত্রৈমাসিক পরীক্ষা দেয়ার জন্য বাড়ি থেকে স্কুলে যায়। পরীক্ষা শেষে সন্ধ্যা গড়িয়ে আসলেও দু’বোন বাড়ি না ফেরায় তাদের বাবা-মা উদ্বিগ্ন হয়ে পড়েন। তারা স্কুলে খোঁজ নিয়ে জানতে পারেন তাদের মেয়েরা স্কুলে যায়নি। ১৪ মণ জাটকা জব্দ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ঢাকা-বরিশাল মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার নতুনহাট এলাকায় মেঘনা পরিবহন থেকে ১৪ মণ জাটকা জব্দ করেছে পুলিশ। জাটকা পরিবহনের দায়ে বাসের সুপারভাইজার হাকিম হাওলাদারকে শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ১ বছরের কারাদ- দিয়েছেন। কমিটি অনুমোদন নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৮ এপ্রিল ॥ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জেলার নবনির্বাচিত কার্যকরী কমিটি অনুমোদন লাভ করেছে। বৃহস্পতিবার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দেব আগামী দুই বছরের জন্য ৭১ সদস্যবিশিষ্টি জেলা কমিটি অনুমোদন করেন। সভাপতি নির্মল কৃষ্ণ সাহা, সহসভাপতি পীযুষ কুমার সরকার, চিত্তরঞ্জন সাহা, সাংবাদিক বিশ্বজিৎ সরকার মনি, বিমান সাহা, রণজিৎ সরকার, সুভাষ চন্দ্র সরকার ও বৈদ্যনাথ কর্মকার। সাধারণ সম্পাদক বিভাস মজুমদার গোপাল, যুগ্মসাধারণ সম্পাদক সজল চৌধুরী মানু, প্রতাপ চন্দ্র সরকার ও পীযুষ কান্তি সরকার। চাষীদের জন্য প্রণোদনা স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ এক হাজার ৬শ’ ৫০ ক্ষুদ্র ও প্রান্তিক চাষীর মাঝে সরকার ঘোষিত আউশ ধান উৎপাদনে প্রণোদনা দেয়া হবে আগামী সাত দিনের মধ্যে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক গোলাম মোস্তফা জানান, কৃষি মন্ত্রণালয় ঘোষিত আউশ ধান উৎপাদনে জেলার ১৩টি উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক চাষীকে প্রণোদনা হিসেবে ধানের বীজ, সার ও সেচের জন্য নগদ অর্থ দেয়া হবে। তিনি জানান, উচ্চ ফলনশীল আউশ ধান আবাদের জন্য এক হাজার ২০০ ও নেরিকা জাতের আউশ ধান উৎপাদনের জন্য ৪৫০ ক্ষুদ্র ও প্রান্তিক চাষীকে বিঘাপ্রতি ২০ কেজি করে ইউরিয়া, ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার দেয়া হবে। সেচের জন্য মোবাইল এ্যাকাউন্টের মাধ্যমে ৪০০ টাকা করে প্রণোদনা দেয়া হবে। উচ্চ ফলনশীল আউশ ধানের জন্য বিঘাপ্রতি পাঁচ কেজি বীজ ও নেরিকা জাতের আউশ ধানের জন্য বিঘাপ্রতি ১০ কেজি করে ধানের বীজ দেয়া হবে।
×