ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

পাহাড়ী পল্লীতে স্কুল উদ্বোধন

প্রকাশিত: ০৪:০৬, ৮ এপ্রিল ২০১৬

পাহাড়ী পল্লীতে স্কুল উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ৭ এপ্রিল ॥ ঝিনাইগাতী উপজেলার দুর্গম পাহাড়ী জনপদ হালচাটি এলাকার আদিবাসী কোচ পল্লীতে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য একটি প্রাথমিক বিদ্যালয় ভবন উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজা জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে নবনির্মিত ওই বিদ্যালয় ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অস্ট্রিয়ার সোনে ইন্টারন্যাশনাল বাংলাদেশ অফিসের ব্যবস্থাপনায় সোনে এডুকেশন এ্যান্ড ট্রেনিং প্রোগ্রাম ইন বাংলাদেশ প্রকল্পের অধীনে সোনে হালচাটি প্রাথমিক বিদ্যালয়টি স্থাপন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জমিদাতা সুরেন্দ্র চন্দ্র কোচ। এ সময় বক্তব্য রাখেন সোনে ইন্টারন্যাশনাল সেক্রেটারি জেনারেল আলফ্রেড মালে, মিস কারমেন হাটার, বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ আল মামুন, স্থানীয় কাংশা ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রউফ সরকার, আদিবাসী নেতা নবেশ খকশি প্রমুখ। আগামীতে সুষ্ঠু নির্বাচন হলে জাতীয় পার্টি ক্ষমতায় আসবে ॥ বগুড়ায় এরশাদ স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ দেশের মানুষ পরিবর্তন চায়। আগামীতে সুষ্ঠু নির্বাচন যদি হয় তাহলে জাতীয় পার্টি ক্ষমতায় যাবে। দেশে জাতীয় পার্টি ও আওয়ামী লীগ এই দুই দলই থাকবে। বিএনপি জাতীয়তাবাদের কথা বলে তারা বিশ্বাস করে না। তাই বিএনপি থাকবে না। জাতীয় পার্টি (জাপা) জাতীয়তাবাদে বিশ্বাসী। নিজের দল সম্পর্কে এমন আশাবাদ ব্যক্ত এবং বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের কঠিন সমালোচনা করে দলের চেয়ারম্যান হুসাইন মুহম্মদ এরশাদ বৃহস্পতিবার বগুড়ায় জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন। সম্মেলনে তিনি বগুড়া-২ আসনের সংসদ সদস্য জেলা জাতীয় পার্টির সভাপতি শরিফুল ইসলাম জিন্নাহকে পুনরায় সভাপতি এবং বগুড়া সদর আসনের সংসদ সদস্য ও জেলা জাপার সাধারণ সম্পাদক নুরুল ইসলাম তালুকদার ওমরকে পুনরায় সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করেন। প্রায় ৬ বছর পর ২০টি সাংগঠনিক কমিটির সম্মেলন বাদ রেখে শহীদ টিটু মিলনায়তনে এই জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো। জাপা সভাপতি শরিফুল ইসলাম জিন্নাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে বক্তব্য রাখেন জাপার কো চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার ও স্থানীয় নেতৃবৃন্দ। মিলনায়তনের ভেতরে ও বাইরে জাপা সমর্থক ও নেতাদের উপস্থিতিতে এরশাদ বক্তব্যের শুরুতেই নির্বাচন কমিশনকে মেরুদ-হীন আখ্যায়িত করেন। বাংলা ভাষার প্রথম ব্যাকরণ পাওয়া যাবে গণবিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে নিজস্ব সংবাদদাতা, সাভার, ৭ এপ্রিল ॥ মানোএল দা আসসুম্পসাওঁ রচিত বাংলা ভাষার প্রথম ব্যাকরণ কৃপাশাস্ত্রের অর্থভেদ ও ভোকাবিউলারি অব বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এ্যান্ড পর্তুগীজসহ তিনটি দুর্লভ বই এখন পাওয়া যাবে সাভার গণবিশ্ববিদ্যালয়ের লাইব্রেরীতে। পর্তুগালের লিসবন শহরের জাতীয় গ্রন্থগার থেকে দুর্লভ বই তিনটি সংগ্রহ করে এনেছেন বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মাহমুদ শাহ কোরেশী। বৃহস্পতিবার গণবিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সেমিনার কক্ষে আয়োজিত ‘ইংল্যান্ড, পর্তুগাল ও ফ্রান্সে বাংলা ভাষা ও সংস্কৃতির উপাদান’ শীর্ষক সেমিনারে বই তিনটি সংগ্রহের অভিজ্ঞতা বর্ণনা করেন অধ্যাপক কোরেশী। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান।
×