ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

এক মামলায় বুলবুলের জামিন ॥ অন্যটিতে নামঞ্জুর

প্রকাশিত: ০৪:০৩, ৮ এপ্রিল ২০১৬

এক মামলায় বুলবুলের জামিন ॥ অন্যটিতে নামঞ্জুর

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ নাশকতার একটি মামলায় জামিন পেয়েছেন কারাবন্দী রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। বৃহস্পতিবার সকালে রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক আলতাফ হোসেন তার জামিন আবেদন মঞ্জুর করেন। তবে দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩-এর বিচারক বিস্ফোরক মামলায় তার জামিনের আবেদন নামঞ্জুর করেন। প্রসঙ্গত, ২০১৫ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বিএনপি জোটের অবরোধ-হরতাল চলাকালে ৯টি মামলার আসামি হন মোসাদ্দেক হোসেন বুলবুল। এর মধ্যে ৪টি মামলায় তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। এ ৪টি মামলার মধ্যে পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ হত্যা মামলাও রয়েছে। তবে সে মামলায় বুলবুল আগে থেকেই জামিনে রয়েছেন। একের পর এক মামলা দায়েরের পর থেকে পলাতক ছিলেন মোসাদ্দেক হোসেন বুলবুল। গত বছরের ৭ মে পলাতক থাকা অবস্থায় তাকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন মোসাদ্দেক হোসেন বুলবুল। গত ১০ মার্চ হাইকোর্টের বিচারপতি এমদাদুল হক ও বিচারতি মোঃ মজিবুর রহমান মিয়ার যৌথ বেঞ্চ মোসাদ্দেক হোসেন বুলবুলকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্তের মন্ত্রণালয়ের নির্দেশ অবৈধ ঘোষণা করেন। ১৩ মার্চ তিনি রাজশাহীর আদালতে আত্মসমর্পণ করেন। এর পর থেকেই তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন। সহস্র মানুষের দুর্ভোগ লাঘবে দরকার একটি সেতু নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ৭ এপ্রিল ॥ ঝিনাইগাতী উপজেলার মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত রাঙ্গামাটি-খাটুয়াপাড়া রাস্তার বামনতলী বিলে দীর্ঘ ৪৫ বছরেও নির্মিত হয়নি একটি ব্রিজ। ফলে ওই রাস্তায় যাতায়াতকারী ১০ সহস্রাধিক মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। একটি ব্রিজের অভাবই এখন ওই এলাকার মানুষের কষ্ট। জানা যায়, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে ওই বামনতলী বিলেই পাকহানাদার বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের সম্মুখ যুদ্ধ হয়। পাকহানাদার বাহিনী ও রাজাকার- আলবদরদের বুলেটের আঘাতে শহীদ হন ১১ নং সেক্টরের কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নাজমুলসহ আরও অনেকেই। কাটাখালী ব্রিজ ভেঙ্গে হানাদার বাহিনীর যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করতে গিয়ে ওই যুদ্ধ বাঁধে। দেশ স্বাধীনের পর থেকেই এখানে শহীদদের স্মরণে একটি ব্রিজ নির্মাণের দাবি ওঠে। ওই ব্রিজটি নির্মাণের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে বহুবার আবেদন-নিবেদনও করা হয়েছে। বিভিন্ন সময় জনপ্রতিনিধিদের কাছ থেকে আশ্বাসও পাওয়া গেছে। কিন্তু আজও তা বাস্তবায়িত হয়নি। রাঙ্গামাটি খাটুয়াপাড়া, কলসপাড়, গাজীরখামার, কুড়ালীয়াকান্দা ও তাতালপুরসহ বিভিন্ন গ্রামের হাজার হাজার মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম ওই রাস্তাটি। এখানে একটি ব্রিজের অভাবে ওইসব এলাকার স্কুল-কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে পথচারীদের নানা বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। বর্তমানে নড়বড়ে কাঠের সেতুর ওপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে তাদের।
×