ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পূর্বাচলে ৭৫ হাজার আসনের অত্যাধুনিক ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে

প্রকাশিত: ০৮:০৭, ৭ এপ্রিল ২০১৬

পূর্বাচলে ৭৫ হাজার আসনের অত্যাধুনিক ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে

সংসদ রিপোর্টার ॥ রাজধানীর অদূরে পূর্বাচলে ৭৫ হাজার আসনের অত্যাধুনিক ক্রিকেট স্টেডিয়াম নির্মিত হচ্ছে। বুধবার স্টেডিয়ামের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। পরিদর্শনকালে দ্রুত কাজ শুরুর তাগিদ দিয়েছে কমিটি। কমিটি সূত্র জানায়, জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠক শেষে কমিটির সদস্যরা স্টেডিয়াম পরিদর্শনে যান। এর আগে বৈঠকে পূর্বাচল ও কক্সবাজারে নির্মাণাধীন স্টেডিয়াম নিয়ে আলোচনা হয়। এ সময় আন্তর্জাতিক মানের এই স্টেডিয়াম নির্মাণের কাজ দ্রুততার সঙ্গে করার তাগিদ দেয়া হয়। এ ছাড়া ‘যুবকল্যাণ তহবিল বিল-২০১৬’ নিয়ে আলোচনা শেষে প্রয়োজনীয় সংশোধনী সাপেক্ষে জাতীয় সংসদে পাশের জন্য চূড়ান্ত করা হয়। কমিটি সভাপতি জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেণ শিকদার, উপমন্ত্রী আরিফ খান জয়, কবিরুল হক, নাহিম রাজ্জাক ও আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
×